শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


স্মৃতি ইরানি

গোয়ায় ‘বেআইনি পানশালা’ চালান কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির মেয়ে। স্মৃতির মেয়ের বয়স ১৮ বছর। কংগ্রেস নেতা জয়রাম রমেশ, পবন খেরা, নেট্টা ডি’সুজা এই টুইট করেছিলেন। এই অভিযোগের বিরুদ্ধে স্মৃতি ইরানির মানহানি মামলা করেন। কেন্দ্রীয় মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি দাবি করেন, এই অভিযোগের জন্য জয়রাম রমেশ, পবন খেরা, নেট্টা ডি’সুজাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। সেই সঙ্গে ফেরাতে হবে মন্তব্য। সেই মামলার পরিপ্রেক্ষিতে আদালত আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই ওই তিন কংগ্রেস নেতা টুইটগুলি ডিলিট করতে বলেছে। যদি তাঁরা ২৪ ঘণ্টার মধ্যে সেই টুইট ডিলিট করতে না পারেন তাহলে তা সামাজিক নেটমাধ্যম সংস্থা করবে। পাশাপাশি কংগ্রেস নেতা জয়রাম রমেশ, পবন খেরা, নেট্টা ডি’সুজাকে ১৮ অগস্ট আদালতে হাজিরা দিতে হবে বলে আদালত নির্দেশ দিয়েছে।
এদিকে, রায়দানের পরই জয়রাম রমেশ টুইট করেন। তিনি লেখেন, ‘দিল্লি হাই কোর্ট স্মৃতি ইরানির দায়ের করা মামলায় সরকারি ভাবে আমাদের জবাব দিতে বিজ্ঞপ্তি জারি করেছে। আমরা আদালতে সত্যিটা পেশ করব। স্মৃতিকে আমরা চ্যালেঞ্জ করছি।’

Skip to content