শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

দেশে ধীরে ধীরে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ৮ হাজার ৩২৯ জন নতুন আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। সংক্রমণের এই সংখ্যা গত তিন মাসের মধ্যে সবথেকে বেশি। তবে মৃত্যুর হার কম, গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সংখ্যাটি ছিল ২৪। পজিটিভিটি রেটও শুক্রবারের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪০ হাজারের বেশি। দৈনিক করোনা সংক্রমণের শীর্ষে থাকা মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৮১ জন। এর মধ্যে এক হাজার ৯৫৬ জন শুধু মুম্বইয়ের বাসিন্দা। রাজ্য সরকার করোনা সংক্রমণ রুখতে আবার মাস্ক বাধ্যতামূলক করেছে।

Skip to content