বালেশ্বরে আপ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত এবং আহতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। সংবাদ সংস্থা পিটিআই এর রিপোর্ট অনুযায়ী, আজ শনিবার ভোর পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩৩ জনের। ৯০০ জনেরও বেশি আহত হয়েছেন।
ওড়িশার দমকল বাহিনীর ডিরেক্টর জেনারেল সুধাংশু ষড়ঙ্গী জানিয়েছেন, শনিবার ভোর অবধি ১২০ জনেরও বেশি দেহ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা মনে করছেন, আহত ও নিহতের সংখ্যা আরও বাড়বে। প্রত্যক্ষদর্শীদের কথায়, এখনও অনেক যাত্রী দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের মধ্যে আটকে রয়েছেন। উদ্ধারকাজে সেনাবাহিনীকেও নামানো হয়েছে। দরজা ভেঙে ও গ্যাস কাটারের সাহায্যে দ্রুত গতিতে উদ্ধারকাজ চালছে।
আরও পড়ুন:
চোখের সামনে ছড়িয়ে পড়ে আছে বহু মানুষ, বলছেন করমণ্ডলের যাত্রীরা
৪০ ডিগ্রি ছুঁইছুঁই কলকাতায় তাপমাত্রা, আরও বাড়বে দহন জ্বালা, কোন কোন জেলায় ভিজবে? জানিয়ে দিল হাওয়া দফতর
পুরো পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-সহ রেলের পদস্থ অফিসারেরা ঘটনাস্থলে রয়েছেন। ইতিমধ্যে রেল কর্তৃপক্ষ উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। এদিকে রেলের দাবি করেছে, শনিবার ভোর পর্যন্ত ৮৮ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৬০০ জনেরও বেশি।
আরও পড়ুন:
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-২২: স্টেরয়েড বড় ভয়ঙ্কর ওষুধ?
ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-১: আমি ‘কেবলই’ স্বপন…
দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের পরিজনেরা উদ্বিগ্ন। কেন্দ্রীয় সরকার নিহতদের পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ২ লক্ষ টাকা এবং অল্প আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছে।