মঙ্গলবার ৪ মার্চ, ২০২৫


বৃদ্ধকে মারধর করছেন পুলিশকর্মী।

এক প্রবীণকে স্টেশনের প্ল্যাটফর্মে ফেলে এলোপাথাড়ি মারধর করছেন এক পুলিশ কর্মী। মুখে, হাতে, পায়ে নাগাড়ে লাথি মেরে চলেছেন। আর ওই প্রবীণ ব্যক্তি প্রাণপণে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জব্বলপুর স্টেশনে। মুহূর্তের ওই পুলিশ কর্মীর কীর্তি ভিডিয়ো এখন ভাইরাল। অভিযোগ পেয়েই কর্তৃপক্ষ রেওয়া জেলার ওই পুলিশ কর্মীকে সাসপেন্ড করেছে।
জানা গিয়েছে, ওই প্রবীণ ব্যক্তি মদ্যপ অবস্থায় অন্যান্য যাত্রী এবং পুলিশ কর্মীর সঙ্গে অভব্য আচরণ করেন। ৩০ সেকেন্ডের ভিডিয়োটি দেখা যাচ্ছে, অনন্ত মিশ্র নামে ওই পুলিশ কর্মী বৃদ্ধ ব্যক্তির মুখে ক্রমাগত লাথি মারছেন। এখানেই শেষ নয়, ওই পুলিশ কর্মী এর পর বৃদ্ধের পা ধরে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে তাঁকে রেল লাইনে ফেলে দেওয়ার চেষ্টা করেন। উল্টো দিকের একটি ট্রেনে বসে থাকা এক যাত্রী তাঁর মোবাইলে গোটা ঘটনা তুলে রাখেন।

অ্যাসিসট্যান্ট পুলিশ সুপার প্রতিমা পটেল জানিয়েছেন, অনন্ত রেওয়া জেলার এক থানায় বর্তমানে কর্মরত। মর্মান্তিক এই ভিডিয়ো ভাইরাল হতেই তাঁকে দ্রুত সাসপেন্ড করা হয়। নেটাগরিকরা ঘটনার তীব্র সমালোচনা করেছেন।

Skip to content