প্রয়াত জলন্ধরের কংগ্রেস সাংসদ সান্তোখ সিংহ চৌধুরি।
রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় হাঁটার সময় কংগ্রেস সাংসদের। জলন্ধরের কংগ্রেস সাংসদ সান্তোখ সিংহ চৌধুরির মৃত্যু হয়েছে হৃদ্রোগে আক্রান্ত হয়ে। শনিবার স্কালে ঘটনাটি ঘটেছে পঞ্জাবের ফিল্লৌরে। সাংসদে দ্রুত অ্যাম্বুল্যান্সে করে ফাগওয়ারার ভির্ক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
সান্তোখ সিংহ চৌধুরির প্রয়াণের খবর জানতে পেরে রাহুল ভারত জোড়ো যাত্রা ছেড়ে হাসপাতালে গিয়েছেন। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান কংগ্রেস সাংসদের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। পঞ্জাবের মুখ্যমন্ত্রী টুইটারে লিখেছেন, ‘‘জলন্ধরের কংগ্রেস সাংসদের আকস্মিক প্রয়াণে শোকাহত। ওঁর আত্মার শান্তি কামনা করছি।’’
#WATCH | Punjab: Congress MP Santokh Singh Chaudhary was taken to a hospital in an ambulance in Ludhiana, during Bharat Jodo Yatra. Details awaited.
(Earlier visuals) pic.twitter.com/upjFhgGxQk
— ANI (@ANI) January 14, 2023
আরও পড়ুন:
ইংলিশ টিংলিশ: মাধ্যমিক পরীক্ষার্থীরা সহজে শিখে নাও Transformation of Sentences by changing the DEGREES of Adjectives
ভোজবাজি এ বার বাড়িতেই, রইল লোভনীয় স্বাদের নবাবি ফিরনি-র রেসিপি
বাংলায় শীতের ঝোড়ো ইনিংস কি শেষের পথে! এক ধাক্কায় কলকাতার তাপমাত্রার পারদ বাড়ল ৫ ডিগ্রি সেলসিয়াস
আপনার শিশুর নতুন দাঁত উঠছে? এ সময়ে কী ভাবে ওর যত্ন নেবেন
উল্লেখ্য, ভারত জোড়ো যাত্রা গত বছরের ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হয়। কংগ্রেসের এই কর্মসূচি আগামী ৩০ জানুয়ারি জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে শেষ হবে। রাহুলের সঙ্গে ভারত জোড়ো যাত্রায় বিভিন্ন স্তরের মানুষ হেঁটেছেন। কংগ্রেসের দাবি, ভারত জোড়ো যাত্রা সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছে।