সোমবার ৭ অক্টোবর, ২০২৪


টানা ব্যাপক বৃষ্টিতে বিধ্বস্ত হিমাচল প্রদেশ। বুধবার সকালে কুলুতে তুমুল বৃষ্টির জেরে জেলার আন্নি মহকুমার বুছের পঞ্চায়েতের তারালা, খাদভি, সরাটে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর।
বেশ কিছুদিন ধরে হিমাচল প্রদেশের ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে আচমকা প্রবল বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ভয়ঙ্কর হড়পা বান দেখা দেয়। এর ফলে শহরের মধ্যে দ্রুত গতিতে জল ঢুকতে শুরু করে। কুলুর একাধিক জায়গা ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জলের তোড়ে গাড়ির ভেসে গিয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে ৬ নিখোঁজ।
একদিকে টানা ভারী বৃষ্টি, অন্যদিকে হড়পা বান এই দুইয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক বাড়ির ভিত আলগা হয়ে গিয়েছে। গাড়ি ভেসে গিয়েছে। ক্ষতি হয়েছে চাষের জমিও। আপেল-সহ বিভিন্ন ফসলেরও প্রচুর ক্ষতি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার কাজ নেমেছে স্থানীয় প্রশাসন।


Skip to content