বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


অগ্নিপথ প্রকল্পে নিয়োগ নিয়ে দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ চলেও, ঠিক উলটো ছবি ধরা পড়েছে এই প্রকল্পে তরুণ -তরুণীদের আবেদনের সংখ্যায়।
এ নিয়ে বায়ুসেনা একটি টুইট করেছে। সেখানে বলা হয়েছে, বায়ুসেনায় যোগ দিতে চেয়ে অগ্নিপথ প্রকল্পে প্রায় প্রায় সাড়ে সাত লক্ষ তরুণ-তরুণীর আবেদন জমা পড়েছে! এরই মাঝে শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রকের কনসালটেটিভ কমিটি বৈঠকে বসছে। এই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও থাকেবন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এই বৈঠকে মূলত অগ্নিপথ প্রকল্প নিয়েই আলোচনা হবে।
বৃহস্পতিবার বায়ুসেনার টুইটে এও জানিয়েছে, অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে বায়ুসেনায় গত ২৪ জুন থেকে গত কাল বুধবার, ৫ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদনের শেষদিন ছিল। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে মোট ৭,৪৯,৮৯৯টি আবেদন জমা পড়েছে, এই সংখ্যা সর্বকালীন রেকর্ড। এর আগে বায়ুসেনায় যোগ দিতে চেয়ে সব থেকে বেশি আবেদনপত্র জমা পড়েছিল ৬,৩১,৫২৮টি।

Skip to content