শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

রবি যাদবের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল নীতা যাদবের। বিয়ের আসর বসেছিল গত বৃহস্পতিবার। নীতা মণ্ডপে বরের হাত ধরে এক বার ঘুরলেন। দু’বার ঘুরলেন। তার পরেই দাঁড়িয়ে পড়লেন তিনি। এই পাত্রকে কিছুতেই তিনি বিয়ে করবেন না। মণ্ডপ থেকে সোজা বেরিয়ে গেলেন নীতা। আর বিয়ের আসররে এলেনই না। ঘটনাটি উত্তরপ্রদেশের এটাওয়ার ভারথানার। কনের অভিযোগ, বরের গায়ের রং কালো! এ হেন পাত্রকে বিয়ে করবেন না।
কনের অভিযোগ, বিয়ের আগে তাঁকে অন্য পাত্রকে দেখানো হয়েছিল। এখন মণ্ডপে অন্য এক পাত্রকে হাজির করানো হয়েছে, যাঁর গায়ের রং একেবারেই পছন্দ নয় তাঁর। এর পর তাঁর পরিবার প্রায় ছ’ ঘণ্টা ধরে কনেকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু কোনও কাজ হয়নি। কনের গোঁ, এই পাত্রকে তিনি বিয়ে করবেন না কিছুতেই। অগত্যা ফিরে যান বর এবং বরযাত্রী।
বরের বাবা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, কনেকে হাজার হাজার টাকার গয়না দেওয়া হয়েছে। সেই গয়না ফেরত দেয়নি নীতার পরিবার। পাত্র রবি জানিয়েছেন, গোটা ঘটনায় তিনি চরম অপমানিত হয়েছেন।

ছবির নাম

ছবির নাম


Skip to content