বৃহস্পতিবার ২৮ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

অসহনীয় গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে বহু পাখি। হরিয়ানা, দিল্লি, গাজিয়াবাদ-সহ একাধিক জায়গায় এই পরিস্থিতি দেখা দিয়েছে। তাই অসুস্থ পাখিদের চিকিৎসায় এগিয়ে এসেছে হরিয়ানার গুরুগ্রামের একটি পাখি হাসপাতাল। অসুস্থ পাখিদের উদ্ধার করে গুরুগ্রাম চ্যারিটেবল বার্ড হসপিটাল-এ তাদের সেবা-শুশ্রূষা করা চলছে। এ প্রসঙ্গে হাসপাতাল-এর চিকিৎসক এন রাজকুমার বলেন, এপ্রিলের শেষ থেকে এরকম ঘটনা ঘটছে। বিষয়টি হাসপাতালের নজরে ছিল। তাই হিটস্ট্রোকে আক্রান্ত পাখিদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মোট ১৯৮টি পাখি এই হাসপাতালে রয়েছে। মূলত জলের অভাব ও অতিরিক্ত তাপমাত্রার জন্য পাখিরা হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে বলে বিশেষজ্ঞদের মত। ইতিমধ্যেই প্রচণ্ড তাপমাত্রার জন্য পশুপাখিদের খাবারে পরিবর্তন নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পাখিরা যাতে অসুস্থ না হয়ে পড়ে তার জন্য তাদের গুড়ের জল ও গ্লুকোজ খেতে দেওয়া হচ্ছে।

Skip to content