শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


নীতীশ ও তেজস্বী।

মঙ্গলবার রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গড়ার দাবি জানিয়েছেন নীতীশ কুমার এবং তেজস্বী যাদব। তাঁদের দাবি মেনে বিহারে নতুন সরকার গড়ার সুযোগও দিয়েছেন রাজ্যপাল ফাগু চৌহান। নতুন মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী আগামীকাল দুপুর ২টোয় শপথ নেবেন। মঙ্গলবার মহাগঠবন্ধনের বৃহত্তম দল আরজেডি টুইট করে জানানো হয়েছে।
আরজেডি-র সেই টুইটারে লেখা হয়েছে, ‘আগামীকাল রাজভবনে দুপুর ২টোয় মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।’ আরজেডি সূত্রের দাবি, এবার নতুন সরকারে জেডি(ইউ) প্রধান নীতীশ মুখ্যমন্ত্রী পদে এবং আরজেডি নেতা তেজস্বী উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। কিছু দিন পরে অন্য মন্ত্রীরা শপথ নেবেন।

বিহার বিধানসভায় মোট ২৪৩টি আসন। এই মুহূর্তে একটি আসন খালি। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১২২ জন বিধায়কের সমর্থন। আরজেডি সূত্রের জানা গিয়েছে, মঙ্গলবার নীতীশ-তেজস্বী ১৬৪ জন বিধায়কের সই করা সমর্থনপত্র জমা দিয়েছেন রাজভবনে।

Skip to content