শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

ব্যাপক বজ্রপাত এবং প্রবল ঝড়বৃষ্টির কারণে বিহারে ১৭ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। রাজ্য সরকার মৃতদের পরিবারকে চার লাখ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। এ নিয়ে নীতীশ কুমার একটি টুইট করেছেন। টুইট তিনি লিখেছেন, ভাগলপুরে ৬ জন, বৈশালীতে ৩ জন, বাঙ্কা ও খাগাড়িয়ায় ২ জন করে এবং সহরসা, কাটিহার, মুঙ্গের ও মাধেপুরায় একজন করে মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। মৃতদের পরিজনকে চার লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। সেই সঙ্গে নীতীশ কুমার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে সর্বদা সতর্ক থাকার কথা বলেছেন। এদিকে, আরও কিছু দিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে বিহারের আবহাওয়া দফতর জানিয়েছে।


Skip to content