শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


উৎসবের মধ্যে বিষাদের সুর। উত্তরপ্রদেশের একটি দুর্গাপুজোর মণ্ডপে বিধ্বংসী আগুন লেগে যায়। এই ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচ জনের রয়েছেন দু’জন মহিলা এবং তিন জন শিশু। এই দুর্ঘটনায় গুরুতর আহত অন্তত ৬৪ জন। শর্ট সার্কিট থেকে কনো ভাবে আগুন লেগে দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে।
রবিবার উত্তরপ্রদেশের ভদোহী জেলার অউরাই এলাকার এই মণ্ডপে সপ্তমীর রাতে আরতি চলছিল। বহু মানুষ পুজো দেখতে ভিড় জমিয়েছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি রাত ৯টা নাগাদ ঘটে। আরতি চলাকালীন আচমকা আগুন লেগে যায়। ওই সময় মণ্ডপের মধ্যে প্রায় ১৫০ জন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:

ত্বকের পরিচর্যায়: বাড়ির কাজ করতে করতে হাতের তালু খসখসে হয়ে গিয়েছে? রইল ত্বক বিশেষজ্ঞের পরামর্শ

শারদীয়ার গল্প-৪: অস্মর্তব্য

দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বারো বছরের এক শিশুর ঝলসে মৃত্যু হয়। পরে আরও দুই শিশু এবং দুই মহিলা মারা যান। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছেন। ভদোহীর জেলাশাসক গৌরাঙ্গ রাঠি জানিয়েছেন, ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। বহু মানুষের শরীরের প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Skip to content