শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

বুনো হাতির তাণ্ডবে এক শিশু-সহ তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে গোয়ালপাড়া জেলায় অসম-মেঘালয় সীমান্তের নিকটবর্তী কুরাং গ্রামে। বন দফতর সুত্রের খবর অনুযায়ী, মেঘালয়ের পাহাড়ি এলাকা থেকে খাবারের সন্ধানে একটি বুনো হাতির দল ঢুকে পড়েছিল। জনবসতির কাছাকাছি আসতেই তারা মানুষের ওপর আক্রমণ করে। সেই সময়ই তাদের সামনে পড়ে প্রাণ যায় ওই তিন জনের।
এই ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, হাতির তাণ্ডবে ওই এলাকায় প্রায়শই ঘরবাড়ি, চাষবাসের ক্ষয়ক্ষতি হয়। উল্লেখ্য, গত মাসে গুয়াহাটির আমচিং জোরাবাট এলাকায় বুনো হাতির আক্রমণের মুখে পড়েছিলেন এক যুবক। মে মাসেও গোয়ালপাড়া জেলায় একই পরিবারের দুই মহিলা-সহ তিন জন সদস্যকে পিষে মারে বুনো হাতির দল। হাতির আক্রমণে একের পর এক মৃত্যুতে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

Skip to content