ছবি প্রতীকী
অসমে বন্যা পরিস্থিতিতে দুর্ভোগ বেড়েই চলেছে। এর মধ্যে বন্যার জমা জলে ডুবে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন শিশু রয়েছে। কাছার, দারাং, বরপেটা মরিগাঁও এবং করিমগঞ্জে একজন করে মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এই নিয়ে এবছর বন্যায় অসমে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১২৬ জন। এই ১২৬ জনের মধ্যে ধসের জেরে মৃত্যু হয়েছে ১৭ জনের। প্রশাসন সূত্রে এও জানা গিয়েছে, অসমে বন্যায় সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে বরপেটা জেলায়। এই জেলায় প্রায় সাত লক্ষ মানুষ চরম দুর্ভোগের শিকার। এছাড়াও নগাঁওয়ে পাঁচ লক্ষ এবং কাছারে দুই লক্ষেরও বেশি মানুষ দুর্দশার মধ্যে রয়েছেন। রাজ্যে প্রায় ২২ লক্ষ মানুষ বন্যায় সমস্যায় পড়েছেন। সরকারি সূত্রে খবর, বন্যার জেরে অসমে প্রায় ৭৪ হাজার ৭০৬ হেক্টর জমির ফসলের নষ্ট হয়ে গিয়েছে। এখনও ২ লক্ষ ১৭ হাজার ৪১৩ জন আশ্রয়হীন মানুষ ৫৬৪টি ত্রাণশিবিরে রয়েছেন। এদিকে, শিলচর শহরের বন্যা পরিস্থিতিরও তেমন উন্নতি হয়নি। এখনও বিস্তীর্ণ এলাকা জলবন্দি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বোটে করে রবিবার শিলচরের একাধিক এলাকা পরিদর্শন করে স্থানীয়দের সমস্যার কথা শোনেন।