রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

অসমে বন্যায় আরও মৃতের সংখ্যা বাড়ল। গত ২৪ ঘণ্টায় চার শিশু-সহ আরও ১২ জন মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখনও পর্যন্ত বন্যা ও ধসের কারণে মৃতের সংখ্যা বেড়ে হল ১০০। সরকারি সূত্রে খবর, কামরূপে মৃত্যু দু’জন, হোজাই জেলায় চার জন এবং বরপেটা, নলবাড়িতে তিন জন মারা গিয়েছেন। এখনও অনেকে নিখোঁজ। রাজ্যের ৩২টি জেলার প্রায় ৪,৯৪১টি গ্রাম ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৫৪.৭ লক্ষ মানুষ বিপর্যস্ত। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ৮৪৫টি ত্রাণ শিবির এবং ১০২৫টি ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় ২.৭১ লক্ষ মানুষ। চিন্তার বিষয় হল, বিপদসীমার উপর দিয়ে বইছে কপিলি, ব্রহ্মপুত্র নদের জল। ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে কথা বলেছেন।

Skip to content