ছবি প্রতীকী
আরও ভয়াবহ হচ্ছে অসমের বন্যা পরিস্থিতি। নতুন করে আরও সাত জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে উত্তর-পূর্বের এই রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৭। বন্যা পরিস্থিতির জেরে গত কয়েক দিন ধরেই শিলচরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। আর সেই জলে ভাসছে প্যাকেটে মোড়া মৃতদেহ। বন্যায় পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে, জলের তলায় ডুবে গিয়েছে শ্মশানও। জানা গিয়েছে, মৃতদেহ সৎকারের জায়গা না পেয়ে আপনজনকে জলে ভাসিয়ে শেষ বিদায় জানাতে হচ্ছে পরিবারকে। বৃহস্পতিবার থেকে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় বন্যার জলে মৃতদেহ ভাসতে দেখা গিয়েছে। যদিও উদ্ধারকারী দল পৌঁছছে বাসিন্দারা উদ্ধারকারী দলের হাতে তুলে দিচ্ছেন মৃতদেহ। শিলচরের বন্যা পরিস্থিতি নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, জলমগ্ন থাকায় কয়েক দিন ধরে বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন। শহরে বহু মানুষ জলবন্দি। তাই প্রতিদিন এক লক্ষ পানীয় জলের বোতল বায়ুসেনার বিশেষ বিমানে করে শিলচরে পাঠানো হবে।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে