অসমে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হল ২৫। বন্যার জলে তলিয়ে গিয়ে এখনও পর্যন্ত আট জন নিখোঁজ বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। সব মিলিয়ে বন্যাবিধ্বস্ত প্রায় ৩১ লক্ষ মানুষ। ব্রহ্মপুত্র নদের জলস্ফীতির ফলে ৪,২৯১টি গ্রাম ভেসে গিয়েছে। প্রায় ৬৬,৪৫৫ হেক্টর চাষের জমি এখন জলে ডুবে রয়েছে। বন্যায় ২৫ জন মৃতের মধ্যে চার জন শিশুও রয়েছে। রাজ্যের ৩২টি জেলাই বন্যাবিধ্বস্ত। শনিবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে বন্যা পরিস্থিতি জানতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেন। প্রধানমন্ত্রী তাঁকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। ভারতীয় সেনা, দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উদ্ধারকাজে নেমেছেন।
#WATCH Flood situation in Assam’s Chirang district remains grim with thousands of people affected
SDRF teams rescue more than 100 villagers. All the trapped people were shifted to safe places. (18.06) pic.twitter.com/IzQeAVJ0H2
— ANI (@ANI) June 19, 2022