বিক্ষুব্ধ জনতা আগুন লাগিয়ে দিল পরিবহণ মন্ত্রীর বাড়িতে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে। রাজ্যের একটি নতুন জেলার নাম পরিবর্তন নিয়ে সকাল থেকেই ওই জেলার সদর অমলাপুরমে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন এলাকার বাসিন্দারা। বিক্ষোভ চলাকালীন আগুন লাগিয়ে দেওয়া হয় পরিবহণ মন্ত্রী পিনিপি বিশ্বরুপুর বাড়িতে। মন্ত্রী ও তাঁর পরিবারকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি আয়ত্তে আনতে গিয়ে ২০ জন পুলিশকর্মী গুরুতর জখম হয়েছেন। গত ৪ এপ্রিল অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলা ভেঙে কোনাসীমা জেলা তৈরি হয়। সরকার এই কোনাসীমা-র নাম পরিবর্তন করে বিআর আম্বেদকর কোনাসীমা ঘোষণা করলে স্থানীয় বাসিন্দারা বিরোধিতা শুরু করেন। উল্লেখ্য, বাবা রাজশেখর রেড্ডির সময় থেকেই পিনিপি বিশ্বরুপুর মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডির অন্ধ্রপ্রদেশের একাধিক গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রিত্ব সামলেছেন।
#WATCH | MLA Ponnada Satish's house was set on fire by protestors in Konaseema district in Andhra Pradesh today, the protests were opposing the naming of the district as Dr BR Ambedkar Konaseema district pic.twitter.com/XzJskKqhz3
— ANI (@ANI) May 24, 2022
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে