রবিবার ৬ অক্টোবর, ২০২৪


খুব খারাপ আবহাওয়ার জন্য সাময়িক ভাবে অমরনাথ যাত্রা বন্ধ করে দেওয়া হল। তীর্থযাত্রীদের পহেলগাঁওয়ে নুনওয়ান বেস ক্যাম্প থেকে আর এগোতে দেওয়া হচ্ছে না।
প্রশাসন সূত্রে খবর, তীর্থযাত্রীদের সুরক্ষার কথা ভেবে অত্যন্ত খারাপ আবহাওয়ার জন্য তাঁদের আর নুনওয়ান বেস ক্যাম্প থেকে এগোতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে প্রায় তিন হাজার তীর্থযাত্রী রয়েছেন নুনওয়ান ক্যাম্পে।
উল্লেখ্য, অমরনাথ যাত্রা শুরু হয়েছে গত ৩০ জুন থেকে। এখনই প্রায় ৬৫ হাজারেরও বেশি তীর্থযাত্রী দর্শন করেছেন। ৪৩ দিনের তীর্থযাত্রা এই আগামী তীর্থযাত্রার শেষ দিন ১১ অগস্ট।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে প্রায় ৬,৩০০ তীর্থযাত্রী কঠোর নিরাপত্তায় মধ্যে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেন। প্রশাসন সূত্রে খবর, সিআরপিএফ-এর নিরাপত্তায় মোট ৬,৩৫১ জন তীর্থযাত্রী ২৩৯টি গাড়িয়ে ভগবতী নগর যাত্রী নিবাস থেকে ফিরেছেন ত্যাগ করেন।

Skip to content