![](https://samayupdates.in/wp-content/uploads/2022/06/Corona-11.jpg)
ছবি প্রতীকী
চিন-সহ বিশ্বের একাধিক দেশে আছড়ে পড়েছে কোভিডের নতুন উপরূপ ‘বিএফ.৭’। এর মধ্যে দেশবাসীর জন্য টিকার দ্বিতীয় বুস্টার ডোজের অনুমোদনের আবেদন জানিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়ের সঙ্গে একটি বৈঠক হয়। সেখানেই তাঁরা আবেদন জানিয়েছেন। ওই বৈঠকে হাজির ছিলেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর প্রতিনিধি, বিশেষজ্ঞ চিকিৎসক এবং জনস্বাস্থ্য আধিকারিকরা।
বৈঠকে আলোচনার বিষয়বস্তু ছিল, আগামী দিনে করোনার সম্ভাব্য ঢেউয়ের মোকাবিলা কীভাবে করা হবে। দেশ কতটা প্রস্তুত এবং আরও উচ্চমানের প্রস্তুতির জন্য কী কী করণীয় সে সব নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়। বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী টুইট করে জানান বৈঠকে কী কী বিষয়ে আলোচনা করা হয়েছে।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/12/sushant-singh-rajput.jpg)
মৃত্যুর ২৮ মাস পরে চাঞ্চল্যকর দাবি, ‘খুন করা হয়েছিল’ সুশান্ত সিংহকে! মর্গকর্মীর দাবিতে মৃত্যু রহস্যে নয়া মোড়
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/12/breakfast-recipes-for-diabetics.jpg)
ডায়াবিটিসে ভুগছেন? সকালের জলখাবারে কী ধরনের খাবার খেতে পারেন? রইল ডক্তারবাবুর জরুরি পরামর্শ
এদিকে, আইএমএ-র প্রাক্তন প্রেসিডেন্ট জেএ জয়লাল জানিয়েছেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চতুর্থ টিকার অনুমোদনের পরামর্শ দেওয়া হয়েছে। দ্বিতীয় বুস্টার ডোজে করোনার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। আপাতত স্বাস্থ্যকর্মী এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের এই টিকা দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। এছাড়াও মাস্ক, স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক এবং দূরত্ববিধি মেনে চলার মতো পদক্ষেপের পরামর্শ স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়কে দেওয়া হয়েছে।