শুক্রবার ২১ ফেব্রুয়ারি, ২০২৫


অগ্নিপথ প্রকল্পে নিয়োগ নিয়ে বিক্ষোভের জেরে প্রথম প্রাণ ঝরল তেলঙ্গানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেকেন্দ্রাবাদ স্টেশনে শুক্রবার দুপুর নাগাদ একটি যাত্রিবাহী ট্রেন দাঁড়িয়েছিল। সে সময় আন্দোলনকারীরা স্টেশন চত্বরে ঢুকে ওই যাত্রিবাহী ট্রেনে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৭ রাউন্ড গুলি চালায়। এতে তেলঙ্গানার ওয়ারঙ্গল জেলার এক যুবকের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত আহত ১৩ জনের চিকিৎসা চলছে হাসপাতালে, সেকেন্দরাবাদ পুলিশ জানিয়েছে।


Skip to content