রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


অগ্নিপথ বিক্ষোভে শুধু বিহারেই ৭০০ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে রেলের। রেল সূত্রে জানা গিয়েছে, গত চার দিনে ৬০টি ট্রেনের কামরা এবং ১১টি ইঞ্জিন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এমনকি, বিভিন্ন স্টেশনে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেওয়ার ফলে রেলের বহু সম্পত্তি নষ্ট হয়। সেই হিসেব মেলালে ক্ষতির পরিমাণ ৭০০ কোটিরও বেশি হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। পূর্ব-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বীরেন্দ্র কুমার জানিয়েছেন, গত চার দিনে রেলের যে পরিমাণ ক্ষতি হয়েছে, সেই হিসাব এখনও পুরোপুরি করা সম্ভব হয়নি। তবে ৭০০ কোটির বেশি রেলের সম্পত্তি নষ্ট করা হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। বীরেন্দ্র কুমার এও জানান, রেলের সম্পত্তি নষ্ট করার পাশাপাশি যে ভাবে রেল পরিষেবা ব্যাহত হয়েছে, সেই ক্ষতির পরিমাণও অনেক। ৬০ কোটি যাত্রী টিকিট বাতিল করেছেন এই পরিস্থিতির জন্য। ট্রেন বাতিল, রেললাইনের ক্ষতি করা, রেলের সম্পত্তি নষ্ট— সব মিলিয়ে ক্ষতির পরিমাণ কোথায় গিয়ে দাঁড়াবে পুরোপুরি রিপোর্ট এলেই তা স্পষ্ট ভাবে জানা যাবে। তবে সেই অঙ্কের পরিমাণ যে আরও কয়েক গুণ বেশি হবে সে বিষয়ে সন্দেহ নেই রেল আধিকারিকদের।
এদিকে, বিহার পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মোট ১৪০টি এফআইআর দায়ের করা হয়েছে। ভাঙচুরের ঘটনায় জড়িতদের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করার পাশাপাশি তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত বাসে-ট্রেন আগুন ধরিয়ে দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করা, থানায় ভাঙচুর, পুলিশের উপর হামলার ঘটনায় মোট ৭২৫ জন গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে বহু ট্রেন মাঝপথে আটকে যাওয়ায় চিকিৎসা না পেয়ে অন্ধ্রপ্রদেশে হৃদরোগের অসুখে ভোগা যোগেশ বেহারার মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার ৭০ বছর বয়সি ওই বৃদ্ধ কোর্বা এক্সপ্রেসে ওড়িশা থেকে বিশাখাপত্তনম যাচ্ছিলেন চিকিৎসার জন্য। বিশাখাপত্তনম স্টেশনে বিক্ষোভের আশঙ্কায় স্টেশনে ট্রেন ঢোকার পথ আটকে দেয় পুলিশ। কিছুক্ষণ পর ওই বৃদ্ধ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে পথেই যোগেশ বেহারার মৃত্যু হয়েছে।

Skip to content