সোমবার ১৬ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

চুক্তিভিত্তিক সেনা নিয়োগের কেন্দ্রীয় প্রকল্প অগ্নিপথকে ঘিরে বিক্ষোভের অগ্নিশিখা জ্বালানোর নেপথ্যে পুলিশের নজরে ছিল একাধিক কোচিং সেন্টার। জানা গিয়েছে, অগ্নিপথ নিয়ে বিক্ষোভ দেখানোর অভিযোগে আলিগড়ের একাধিক কোচিং সেন্টার বন্ধ করে দিয়েছে প্রশাসন। ইতিমধ্যে হিংসাত্মক আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে আলিগড় জেলায় গ্রেফতার করা হয়েছে ৭৬ জনকে। এছাড়া ইয়ং ইন্ডিয়া কোচিং সেন্টার-এর মালিক সুধীর শর্মাকেও গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় মোট ৬৮ জনকে হেফজতে রাখা হয়েছে। এদের মধ্যে অধিকাংশই টপ্পল এলাকায় বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র চালান বলে অভিযোগ।
উল্লেখ্য, কিছু দিন আগেই অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে ইন্ধন জোগানোর অভিযোগে আবুলা সুব্বা রাও নামে এক অবসরপ্রাপ্ত হাবিলদারকে গ্রেফতার করে অন্ধ্র পুলিশ। তিনি ন’টি প্রশিক্ষণকেন্দ্র চালান বলে জানা গিয়েছে। সুব্বা রাওয়ের প্রশিক্ষণ কেন্দ্রে সন্দেহভাজনের তালিকায় রাখা হয়েছে ১০০ জন সদস্যকে। সেকেন্দরাবাদে বিক্ষোভের ঘটনায় এরা জড়িত বলে মনে করা হচ্ছে।

Skip to content