শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা শাহরুখ খানের। ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৩তম জন্মদিন। আসছে শুভেচ্ছাবার্তা দেশ-বিদেশ থেকে। প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছার ধুম বলিউড তারকাদের। শুভেচ্ছাবার্তা দিলেন শাহরুখ খানও। অভিনেতা আজকের দিনে প্রধানমন্ত্রীকে একটু মজা করার পরামর্শও দিয়েছেন বাদশা।
শাহরুখে তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লেখেন, ‘‘আপনার দীর্ঘায়ু কামনা করি। সদা সুস্থ থাকুন। আজকের দিনটা কাজ থেকে একটু সময় বার করে আনন্দ করুন। জন্মদিনের শুভেচ্ছা।’’
আরও পড়ুন:

শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?

শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?

শাহরুখ ছাড়াও অক্ষয় কুমার, কমল হাসান, সলমন খান, সোনু সুদ, হেমা মালিনি, রাজকুমার রাও-সহ বলিপাড়ার অনেক তারকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। অক্ষয় টুইট করে লেখেন, “জন্মদিনের শুভেচ্ছা নরেন্দ্র মোদীজি। এ ভাবেই আমাদের অনুপ্রেরণা দিতে থাকুন। আপনার সুস্থ জীবন কামনা করি।”
আরও পড়ুন:

গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!

গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!

প্রধানমন্ত্রীর গুণমুগ্ধ অভিনেত্রী কঙ্গনা রানাউত মোদীর জন্মদিনে তাঁকে নতুন ভারতের বিশ্বকর্মা বলে বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী তাঁর জন্মদিনে ‘পিএম বিশ্বকর্মা’ নামে একটি নতুন একটি সরকারি প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পে দেশের নির্মাণশিল্পী ও কারিগরদের সাহায্য করা হবে।

Skip to content