রাজ বব্বর
দু’বছরের কারাবাসের সাজা হল কংগ্রেস নেতা বর্ষীয়ান অভিনেতা-রাজনীতিক রাজ বব্বরের। তাঁর বিরুদ্ধে এক নির্বাচনী আধিকারিককে হেনস্থার অভিযোগ ছিল। ২৬ বছরের সেই পুরনো মামলায় বৃহস্পতিবার রাজ বব্বরকে এই সাজা দিয়েছে উত্তরপ্রদেশে সাংসদ ও বিধায়কদের জন্য নির্দিষ্ট আদালত। সরকারি কাজকর্মে বাধা দেওয়ার অপরাধে তাঁকে বিচারক আট হাজার টাকা জরিমানাও করেছেন।
সমাজবাদী পার্টির টিকিটে রাজ বব্বর ১৯৯৬ সালে বিধানসভা নির্বাচনে লখনউ থেকে লড়েছিলেন। তিনি ভোটের সময় এক নির্বাচনী আধিকারিকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন। ওই বছরই ৯ মে ওই নির্বাচনী আধিকারিক ওয়াজিরগঞ্জ থানায় রাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন।
ওই নির্বাচনী আধিকারিকের অভিযোগ, বব্বর ও তাঁর সঙ্গীরা পোলিং বুথে ঢুকে কাজে বাধা দেন। সেই সঙ্গে পোলিং এজেন্টকে নিগ্রহও করা হয়। ঠোঁটে, নাকে ও গলায় আঘাত করা হয় বলে অভিযোগ ওই আধিকারিক। ২৬ বছরের সেই পুরনো মামলায় বৃহস্পতিবার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন রাজ বব্বরও।
সমাজবাদী পার্টির টিকিটে রাজ বব্বর ১৯৯৬ সালে বিধানসভা নির্বাচনে লখনউ থেকে লড়েছিলেন। তিনি ভোটের সময় এক নির্বাচনী আধিকারিকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন। ওই বছরই ৯ মে ওই নির্বাচনী আধিকারিক ওয়াজিরগঞ্জ থানায় রাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন।
ওই নির্বাচনী আধিকারিকের অভিযোগ, বব্বর ও তাঁর সঙ্গীরা পোলিং বুথে ঢুকে কাজে বাধা দেন। সেই সঙ্গে পোলিং এজেন্টকে নিগ্রহও করা হয়। ঠোঁটে, নাকে ও গলায় আঘাত করা হয় বলে অভিযোগ ওই আধিকারিক। ২৬ বছরের সেই পুরনো মামলায় বৃহস্পতিবার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন রাজ বব্বরও।