শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

আগেই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করানো হয়েছে। এবার নতুন আইনে নির্বাচন কমিশন ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করাতে চাইছে। এই প্রস্তাব গত বছরই দেওয়া হয়েছিল। এবছর সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করা হচ্ছে। শনিবার বিদায়ী মুখ্য নির্বাচন কমিশন সুশীল চন্দ্র বলেছেন কেন্দ্র খুব শীগ্রই আধার কার্ড ভোটার কার্ডের লিংক করার নিয়ম নিয়ে আসছে। তবে এখনই এই সংযুক্তিকরণ বাধ্যতামূলক নয়। তবে কেউ যদি আধার ও ভোটার কার্ড সংযুক্ত করতে না চায় তাঁকে যথার্থ কারণ দেখাতে হবে। যদিও সুপ্রিমকোর্টে ‘ব্যক্তিগত গোপনীয়তার অধিকার’ সংক্রান্ত মামলায় আপাতত এই সংযুক্তিকরণ বাধ্যতামূলক হচ্ছে না। একে ঐচ্ছিক নিয়ম হিসেবে চালু করা যেতে পারে। আধার কার্ডের সঙ্গে যুক্ত করার প্রস্তাব নির্বাচন কমিশন আইনমন্ত্রকের কাছে পাঠিয়ে ছিল। প্রস্তাবটিকে অনুমোদন করেছে আইন মন্ত্রক। এর সাহায্যে ভুয়ো ভোটার সহজেই চিহ্নিত করা যাবে যা গণতন্ত্রের জন্য অত্যন্ত জরুরি বলে মত নির্বাচন কমিশনের।

Skip to content