অবিশ্বাস্য! মুম্বইয়ের এক ব্যবসায়ীর লকারে একে একে সাজানো রয়েছে সোনা-রুপোর বাট। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) ব্যবসায়ীর অফিস এবং দু’টি লকার বিপুল পরিমাণ সোনা ও রুপো উদ্ধার করেছে। ইডি সূত্রে খবর, মোট সাড়ে ৯১ কেজির সোনা এবং ৩৪০ কেজি রুপো উদ্ধার করা হয়েছে।
ইডি গোপন সূত্রে খবর পেয়ে মুম্বইয়ের জাভেরি বাজারের অ্যালুমিনিয়াম ফয়েলের বাক্স প্রস্তুতকারী সংস্থা পারেখ অ্যালুমিনেক্স-এর অফিস ও দু’টি লকারে সোমবার তল্লাশি অভিযান চালায়। সেখান থেকে বুধবার পর্যন্ত ইডি ৯১ কেজির সোনা এবং ৩৪০ কেজি রুপো উদ্ধার করেছে। বাজেয়াপ্ত করা সোনা ও রুপো বাজারদর প্রায় ৪৮ কোটি টাকা।
ইডি জানতে পারে, জাভেরি বাজারে মোট ৭৬১টি লকার ভাড়া দেওয়া হয়েছে। ইডি এর মধ্যে পারেখ অ্যালুমিনেক্স-এর দুটিতে তল্লাশি চালিয়েছে। ওই সংস্থার বিরুদ্ধে ২,৭০০ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগও আছে।
ইডি গোপন সূত্রে খবর পেয়ে মুম্বইয়ের জাভেরি বাজারের অ্যালুমিনিয়াম ফয়েলের বাক্স প্রস্তুতকারী সংস্থা পারেখ অ্যালুমিনেক্স-এর অফিস ও দু’টি লকারে সোমবার তল্লাশি অভিযান চালায়। সেখান থেকে বুধবার পর্যন্ত ইডি ৯১ কেজির সোনা এবং ৩৪০ কেজি রুপো উদ্ধার করেছে। বাজেয়াপ্ত করা সোনা ও রুপো বাজারদর প্রায় ৪৮ কোটি টাকা।
ইডি জানতে পারে, জাভেরি বাজারে মোট ৭৬১টি লকার ভাড়া দেওয়া হয়েছে। ইডি এর মধ্যে পারেখ অ্যালুমিনেক্স-এর দুটিতে তল্লাশি চালিয়েছে। ওই সংস্থার বিরুদ্ধে ২,৭০০ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগও আছে।
আরও পড়ুন:
নাট্যকার গিরিশচন্দ্রের সন্ধানে, পর্ব-১৮: গিরিশচন্দ্র রচিত সামাজিক নাটক ‘বলিদান’
বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-২৮: অনুপুষ্টিতে ভরপুর পুঁটিমাছ ছোটদের দৃষ্টিশক্তির বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ
জাভেরি বাজারের ব্যবসায়ী সমিতির এক সদস্য জানিয়েছেন, বিষয়টি নিয়ে কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে। বিপুল পরিমাণ সোনা-রুপো বাট কোনও ব্যবসায়ীরই নয়। অভিযুক্ত পারেখ অ্যালুমিনেক্স-এর চারটি জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। তার মধ্যে জাভেরি বাজারে সংস্থার ওই দু’টি লকার ছিল। সিবিআই সংস্থাটির বিরুদ্ধে আড়াই হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ দায়ের করেছে। মুম্বই পুলিশের ইকনমিক অফেন্সেস উইংস (ইওডব্লিউ)-ও আলাদা ভাবে দু’টি এফআইআর দায়ের করেছে।