সোমবার ২০ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

ছোট্ট দীপক বাড়ির পিছনে একা একাই খেলছিল। বয়স তার বছর আটেক। হঠাৎই পাশের ঝোপ থেকে একটি গোখরো বেরিয়ে এসে তাকে পেঁচিয়ে ধরে। হঠাৎ এরকম ঘটনায় ভয় পেয়ে গিয়ে সাপটির হাত থেকে ছাড়া পেতেই সেটি দীপকের হাতে দাঁত বসিয়ে দিয়েছিল। ব্যথায় কঁকিয়ে ওঠে দীপক। তার পরই ঝটকা মেরে হাত থেকে গোখরোটিকে ঝেড়ে ফেলার চেষ্টা করে। কিন্তু এত সহজে কি তাকে ঝেড়ে ফেলা সম্ভব? তাই কোনও লাভই হয়নি এতে।
সাপটিকে ছাড়াতে এর পরই সেটির গায়ে জোরে কামড় বসিয়ে দিয়েছিল দীপক। আর সেই কামড়েই ছটফট করতে করতে মৃত্যু হয় গোখরোটির। ক্রমে নিস্তেজ হয়ে পড়তেই সাপের প্যাঁচ আলগা হয়ে যায়। তার পরই সেটিকে ছুড়ে ফেলে দেয় দীপক।
এর পরের ঘটনা আরও আশ্চর্যজনক। এই ঘটনায় দীপকের কোনওরকম শারীরিক কোনও সমস্যা হয়নি। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। বিষ প্রতিরোধক ইঞ্জেকশনও দেওয়া হয়। দিনভর নজরে রাখার পর অবশেষে দীপককে ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুন:

বাংলাদেশের জাগ্রত মন্দিরে মন্দিরঃ শিবের বুকের ওপর দণ্ডায়মান দেবীর চারহাতে রয়েছে খেটক, খড়্গ, নীলপদ্ম ও নরকঙ্কালের খুলি

বাড়িতে অফিসের কাজের মাঝে ঢুকে পড়ছে সংসারের ভাবনা-চিন্তা? সমাধানে রইল কিছু উপায়

সোমবার ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের রাইপুরের জশপুর জেলার পান্দারপাড় গ্রামে। চিকিৎসকরা জানিয়েছেন, সাপটি দীপককে কামড়ালেও তাঁর শরীরে কোনও রকম উপসর্গ দেখা যায়নি। সাপ বিশেষজ্ঞ কাইজার হুসেনের কথায়, “গোখরো দীপকের হাতে কামড় বসালেও বিষ উগরে দেয়নি। ও শুধু কামড়ে ছিল। আর এ ধরনের কামড়ে খুব ব্যথা হয়। যে জায়গায় কামড় বসায় সাপ, শুধু সেই জায়গা ফুলে ওঠে।” তিনি জানান, এই ধরনের ঘটনা খুবই বিরল।
জশপুর জেলায় ২০০ প্রজাতির সাপ পাওয়া যায়। এই জেলায় উপজাতি সম্প্রদায় মানুষের বাস। প্রচুর পরিমাণে সাপ পাওয়া যায় বলে এই জেলাটি ‘নাগলোক’ বলেও পরিচিত।

Skip to content