![](https://samayupdates.in/wp-content/uploads/2022/12/TDP.jpg)
অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নায়ডুর ‘রোড শো’ চলাকালীন অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, সবাই পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন। বেশ কয়েক জন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলায়।
পুলিশ সূত্রের খবর, কান্ডুকুর এলাকায় এক সরু রাস্তায় ‘রোড শো’ হয়। ‘রোড শো’ দেখার জন্য প্রচুর ভিড় হয়। চন্দ্রবাবু পৌঁছনোর পরে কর্মী-সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যাওয়ায় অনেকে পদপিষ্ট হন। এক মহিলাও মৃত্যু হয়েছে। কয়েক জন গুরুতর ভাবে আহত হয়েছেন। তাঁদের হাসপাটালে চিকিৎসা চলছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/07/metro-2.jpg)
১ জানুয়ারি সকাল থেকেই মেট্রো চলবে, রবিবারেও ইস্ট-ওয়েস্ট রুটে পরিষেবা চালু থাকবে
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/12/vande-bharat-express.jpg)
পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী, শুক্রবার হাওড়া স্টেশনের তিনটি প্ল্যাটফর্মে ট্রেন চলাচল করবে না
মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির সরকারের বিরুদ্ধে জনবিরোধী কাজের অভিযোগে চন্দ্রবাবু নায়ডু রাজ্য জুড়ে ‘রোড শো’ শুরু করেছেন। চন্দ্রবাবুর এই কর্মসূচির ফলে বিভিন্ন জায়গায় শাসকদল ওয়াইএসআর কংগ্রেসের সঙ্গে টিডিপি-র সংঘর্ষ চলছে। গত ১৭ ডিসেম্বর পলান্ডু জেলাতেও দু’ দলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সেদিনও কয়েক জন গুরুতর আহত হয়েছিলেন।