শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


লাদাখে শুক্রবার বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল ভারতীয় সেনার একটি গাড়ি। এদিন সকাল ৯টার নাগাদ ২৬ জন জওয়ানকে নিয়ে সেনার একটি ট্রাকটি পারতাপুরের ট্রানজিট ক্যাম্প থেকে সাব-সেক্টর হানিফের দিকে যাচ্ছিল। সে সময়য়ই দুর্ঘটনার ঘটে। লাদাখের থোয়াইজ থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সেনার ওই ট্রাকটি রাস্তা থেকে ছিটকে গিয়ে সায়ক নদীতে পড়ে যায়। ৫০-৬০ ফুট নীচে ট্রাকটি পড়ে যাওয়ায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে বলে খবর। পারতাপুরের ফিল্ড হাসপাতালে আহত জওয়ানের চিকিৎসা চলছে। বেশ কয়েকজনের আবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

Skip to content