রবিবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৫


চলছে উদ্ধার কাজ।

অতিক্রান্ত প্রায় ৬০ ঘণ্টা। এখনও উদ্ধার করা যায়নি ৪০০ ফুট গভীর কুয়োয় পড়ে যাওয়া ৮ বছরের তন্ময় সাহুকে। ঘটনাটি ঘটেছে গত ৬ ডিসেম্বর। মধ্যপ্রদেশের বেটুলে একটি ফাঁকা মাঠে খেলছিল শিশুটি। এর পর সে আচমকা ওই গভীর কুয়োয় পড়ে যায়। তন্ময়কে উদ্ধারের জন্য ঘটনাস্থলে রয়েছেন পুলিশ, দমকল এবং আধা-সেনার আধিকারিকরা। রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এই ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছেন। তন্ময়কে সুস্থ ভাবে উদ্ধারের জন্য জেলা প্রশাসনকে জরুরি পদক্ষেপের নির্দেশ দিয়েছেন।
তন্ময়কে উদ্ধারের জন্য কুয়োর পাশে আরেকটি কুয়ো খোঁড়ার কাজ চলছে। এ প্রসঙ্গে বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, পাথুরে মাটির জন্য খননকাজ চালাতে বেশ সমস্যা হচ্ছে। স্থানীয় জেলাশাসকের কথায়, খননকাজে গতি আনার জন্য উচ্ছ প্রযুক্তির যন্ত্র আনা হলেও এখনও পর্যন্ত মাত্র ৩৩ ফুট গর্ত খোঁড়া সম্ভব হয়েছে। যদিও দ্রুত শিশুটির কাছে পৌঁছতে সব রকম চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে একটানা উদ্ধারকাজ চালানো হচ্ছে।
আরও পড়ুন:

মধ্যরাতে চেন্নাইয়ের কাছে আছড়ে পড়বে ‘মনদৌস’! ভারী বৃষ্টি তামিলনাড়ুতে, বাংলায় কতটা প্রভাব পড়বে?

কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন রানি মুখোপাধ্যায় ও অরিজিৎ সিংহ, আর কে কে থাকছেন?

বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রাথমিক পরিকল্পনা হল, আগে ৪৫ ফুট পর্যন্ত খনন করে পাথুরে আস্তরণ সরানো। এর পরে সুড়ঙ্গ খোঁড়া হবে। নরম মাটি ছাড়া সুড়ঙ্গ খোঁড়া মুশকিল। তাই নরম মাটির স্তর না পাওয়া গেলে উদ্ধারকাজ ব্যহত হতে পারে বলে বাহিনীর আশঙ্কা। তন্ময়ের বাবা সুনীল সাহু জানান, গত ৬ ডিসেম্বর শিশুটি মাঠে খেলতে চলে গিয়েছিল। ওই মাঠে যে খোলা কুয়ো ছিল তা সে খেয়াল করেনি। আচমকা ওর মধ্যে পড়ে যায়।

এক টিকিটেই কলকাতার ২১টি দর্শনীয় স্থানে প্রবেশাধিকার! বেড়ানোর মরসুমে শীতের শহরে পর্যটনমন্ত্রীর উপহার

দশভুজাঃ দু’শো বছর আগে হলে তিনি ইঞ্জিনিয়ারের বদলে সতী হতেন

জানা গিয়েছে, তন্ময় জীবিত আছে। ওর রক্তচাপ এবং শ্বাস-প্রশ্বাসের হার মাপা হচ্ছে। ভয়ে অথবা কোনও কারণে সে অজ্ঞান হারিয়ে ফেলেছে। উপর থেকে বিশেষ পদ্ধতিতে তাঁর কাছে বার্তা পাঠানো হচ্ছে। কিন্তু ৮ বছরের তন্ময়ের দিক থেকে সাড়া মিলছে না। খেলনা, খাবার-সহ বিভিন্ন ধরনের সামগ্রী তার কাছে পাঠিয়ে ওকে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ রাখার সব রকম চেষ্টা চালানো হচ্ছে। উল্লেখ্য, তন্ময়ের দুর্ঘটনা হরিয়ানায় ২০০৬ সালে ৬০ ফুট গভীর কুয়োয় পড়ে যাওয়া প্রিন্সকুমার কাশ্যপের কথা মনে করাচ্ছে। সেবার অনেক চেষ্টায় তাঁকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

Skip to content