রবিবার ১০ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

বিহারের একাধিক জায়গায় ছট পুজোর সময় ডুবে প্রাণ হারিয়েছেন ৫৩ জন। মঙ্গলবার রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক এমনটা জানিয়েছেন। তিনি বলেন, এবার ছট পুজোয় বিহারের বিভিন্ন প্রান্তের নদী ও পুকুরে ডুবে ৫৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার গভীর শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে প্রত্যেক মৃতের পরিবারকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন।
বিহারে ছট পুজো চার দিন ধরে উদযাপিত হয়েছে। পুজোতে বহু পুণ্যার্থী রাজ্যের বিভিন্ন প্রান্তে ডুবে মারা গিয়েছেন। রাজ্য সরকারের এক আধিকারিক জানিয়েছেন, গত ৩০ অক্টোবর পূর্ণিয়ায় ডুবে মারা গিয়েছেন ৫ জন। মুজফ্ফরনগর, পটনা, সমস্তিপুর এবং সহর্ষতে ৩ জন করে পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। বেগুসরাই, গয়া, কাটিহার, কাইমুর, বক্সার, সীতামঢ়হি, বাঁকায় মারা গিয়েছেন ১ জন করে।
আরও পড়ুন:

ফিল্ম রিভিউ: ‘হাওয়া’য় ভেসে গেল বাঙালি

দু’শো বছর আগে হলে তিনি ইঞ্জিনিয়ারের বদলে সতী হতেন

রাজ্য সরকারের ওই আধিকারিক এও বলেন, ‘‘গত ৩১ অক্টোবর ছিল উৎসবের শেষ দিন। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে ১৮ জন মারা গিয়েছেন। দ্রুত মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে।’’ এদিকে, মৃতদের পরিবার যাতে ক্ষতিপূরণ পায়, সে দিকে জেলাশাসকদের কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন নীতীশ কুমার।

Skip to content