রবিবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৫


একনাথ শিন্ডে ও দেবেন্দ্র ফডণবীস

বৃহস্পতিবার সকালেই ঠাণে পুরসভার পর নভি মুম্বই পুরসভায় ভাঙল শিবসেনা। বৃহস্পতিবার রাতে নভি মুম্বই পুরসভার ৩৮ জন শিবসেনা কাউন্সিলরের (কর্পোরেটর) মধ্যে ৩২ জন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে দেখা করেন। রাজনীতি বিশেষজ্ঞদের মতে, মরাঠা রাজনীতির শক্ত ঘাঁটি নভি মুম্বই। এখানে দলের ভাঙন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের কাছে বড় ধাক্কা।
ইতিমধ্যে বৃহস্পতিবার সকালে ঠাণে পুরসভা হাতছাড়া হয় উদ্ধবের। এদিনই পুরসভার ৬৭ জন শিবসেনা কাউন্সিলর ৬৬ জনই মুখ্যমন্ত্রী শিন্ডের গোষ্ঠীতে যোগ দিয়েছেন। একনাথ শিবিরের দাবি, খুব তাড়াতাড়ি মুম্বই-সহ রাজ্যের একাধিক পুরসভার শিবসেনা কাউন্সিলর তাঁদের সঙ্গে হাত মেলাবেন।
এদিকে, গত ৩০ জুন শুধু একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী পদে এবং ফডণবীস উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিইয়েছিলেন। এখনও পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হয়নি। সেই মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত করতেই আজ শুক্রবারই দিল্লি উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও বিজেপি নেতা উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নড্ডার সঙ্গে আলোচনা মাধ্যমে মন্ত্রীদের নাম চূড়ান্ত করা হবে বলে জানা গিয়েছে।

Skip to content