রবিবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

ছবি প্রতীকী

বারে বারে কেঁপে উঠছে আন্দামান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এর রিপোর্ট অনুযায়ী আন্দামানে গত ২৪ ঘণ্টায় মোট ২২ বার ভূমিকম্প হয়েছে।
সোমবার সকাল ৫টা ৪২ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়। এখানেই শেষ নয়, এর পরেও আরও ২১ বার ভূমিকম্প হয়েছে। এর মধ্যে ১১ বার আন্দামান কেঁপেছে সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে! রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.৮ থেকে ৫-এর মধ্যে। মঙ্গলবার সকালে ৮টা ৫ মিনিটে শেষ বার অর্থাৎ ২২তম ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। কম্পনের উৎসস্থল ছিল পোর্ট ব্লেয়ারের ১৮৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভৃপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে।


Skip to content