রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

পুলিশ দুই ব্যক্তিকে ২২ কেজি গাঁজা-সহ পাকড়াও করা হয়েছিল। কিন্তু আদালতে তাঁদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পেশ করতে গিয়ে পুলিশের হতবাক। দেখা গিয়েছে, পুলিশের বাজেয়াপ্ত করা ২২ কেজি গাঁজা ইঁদুরে খেয়ে ফেলেছে! শেষমেশ আদালতে প্রমাণের অভাবে চেন্নাইয়ের বাসিন্দা দুই ব্যক্তি বেকসুর খালাস হয়ে গেলেন।
২০২০ সালে রাজাগোপাল এবং নাগেশ্বরা রাও নামে দু’জন ব্যক্তিকে মেরিনা পুলিশ ২২ কেজি গাঁজা সমেত হাতেনাতে ধরে। তখন থেকেই তাঁদের ঠিকানা ছিল জেলের অন্দরে। ওই মামলায় পুলিশ চার্জশিটও দায়ের করেছিল।
আরও পড়ুন:

ত্বকের হারানো ঔজ্জ্বল্য ফিরবে এই ৩ পানীয় নিয়মিত খেলে

হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৪: আমারে তুমি অশেষ করেছ

পুলিশ এনডিপিএস আদালতে বিচারকের কাছে ৫০ গ্রাম গাঁজা জমা দেয়। অভিযুক্তদের কাছ থেকে ওই গাঁজাই বাজেয়াপ্ত করেছিল পুলিশ। আদালতকে পুলিশ জানায়, ফরেন্সিক পরীক্ষার জন্য আরও ৫০ গ্রাম গাঁজা পাঠানো হয়েছে। এমন সময় আদালত পুলিশকে প্রশ্ন করে, বাকি ২১.৯ কেজি গাঁজা তাহলে কোথায় আছে? উত্তরে পুলিশ জানায়, বাকি ২১.৯ কেজি গাঁজা মালখানায় রাখা হয়েছিল। কিন্তু সব গাঁজাই ইঁদুর খেয়ে নিয়েছে।
আরও পড়ুন:

কিউআর কোড স্ক্যান করলেই বাজিমাত, চ্যাট ট্রান্সফারে নতুন আকর্ষণীয় ফিচার আনল হোয়াটসঅ্যাপ

পারিশ্রমিকের টাকা ফিরিয়ে দিচ্ছেন সামান্থা, হঠাৎ কী হল ‘উ অন্তাভা’ খ্যাত তারকার?

কিন্তু পুলিশ তাঁদের চার্জশিটে উল্লেখ করা ২২ কেজি গাঁজা বাজেয়াপ্তের কথা উল্লেখ করলেও আদালতে তা দেখাতে না পারার তথ্যপ্রমাণের অভাবে বিচারক দুই অভিযুক্তকেই বেকসুর খালাস করার নির্দেশ দেন।

আপনার রায়

রাজ্যে পঞ্চায়েত ভোটে দফা বৃদ্ধি করা জরুরি?

Skip to content