ছবি প্রতীকী
ছিনতাইয়ের অভিযোগ খোদ পুলিশকর্মীদের বিরুদ্ধেই। গত ১২ এপ্রিল ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঠাণে জেলায়। তিন অফিসার-সহ ১০ পুলিশকর্মীর বিরুদ্ধে ৬ কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে সাসপেন্ড করা হয়েছে অভিযুক্তদের। এ প্রসঙ্গে ব্যবসায়ী ফয়জল মেমন বলেন, গত ১২ এপ্রিল তাঁর বাড়িতে তল্লাশি চালাতে এসেছেন ওই ১০ পুলিশকর্মী। জিজ্ঞাসাবাদের সময় মুমব্রা থানার স্টেশন ইনচার্জও হাজির ছিলেন। তিনি তাঁদের ২ কোটি টাকা দিতে রাজি হয়েছিলেন। তা সত্যেও ওই পুলিশকর্মীরা তাঁর কাছ থেকে ৬ কোটি টাকা ছিনিয়ে নেন বলে তাঁর অভিযোগ। এরপর ব্যবসায়ী ফয়জল পুরো ঘটনাটি ঠাণের পুলিশ কমিশনার জয়জিৎ সিংহকে জানান। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়লসে পাতিলের দফতরেও বিষয়টি জানান হয়। সব শেষে অভিযুক্ত ওই ১০ পুলিশকর্মীকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। ঠাণে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।