শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

আপনার কাছে বাড়ি কিংবা ফ্ল্যাট একান্ত আপন। তাই আপনার মন সব সময় চায় তার মধ্যে কিছু নতুনত্ব আনতে। নিজের চারপাশটা সুন্দর করতে হাতে তৈরি সামগ্রী কিংবা ঘরের জিনিসপত্র দিয়েই সাজিয়ে ফেলতে মন চায়। ছোটখাট পরিবর্তন করে কম খরচেই আপনি বদলে ফেলতে পারেন আপনার ঘরের দেওয়াল যা আপনার চেনা ঘরকে করে তুলবে একেবারে অন্যরকম। তাকে নতুন রূপে দেখে আপনি হয়ে উঠতে পারেন অবাক।
বাড়িতে ছোটরা থাকলে অনেক সময়ই দেওয়ালে তারা আঁকিবুকি কেটে দেয়। সব সময় আমাদের নতুন করে রং করা সম্ভব হয় না। তাই এই সব আঁকিবুকির ওপর সুন্দর একটা ছবি এঁকে দিতে পারেন।
একটা উজ্জ্বল গাঢ় রঙের বড় বোর্ড দেয়ালে টাঙিয়ে দেওয়া ছোটদের রোজকার রুটিন, তাদের ড্রয়িং, ছোটছোট হাতের কাজ পিন দিয়ে সাজিয়ে দিতে পারে।

আলমারিতে কোনও পুরনো বালুচুরি শাড়ি বা বেনারসি শাড়ির জরির কাজ করা টুকরো থাকলে তাকে ফ্রেমবন্দি করে দেওয়ালে লাগাতে পারেন।

ভালো ভালো পুরনো দিনের সিনেমার ছবি কিংবা পোস্টার দিয়েও দেয়ালের চেহারা বদলে দিতে পারেন।
আরও পড়ুন:

গৃহসজ্জা: বাড়ির অন্দরমহলে চমক চাই? তাহলে বাঁশ দিয়ে সাজিয়ে তুলুন ‘ভালো বাসা’কে

বাস্তুবিজ্ঞান, পর্ব-১১: এমন জমিতে বাস করা স্বাস্থ্যকর যার ঢাল উত্তর ও পূর্ব দিকে, আর পূর্ব ও উত্তর দিক উন্মুক্ত থাকবে

br>দেওয়ালের মাঝখানে একটা ফ্রেমে পুরনো দিনের সাদাকালো ছবি দিয়ে কোলাজ তৈরি করতে পারেন।

আবার কোলাজের মাধ্যমেই আপনারস সন্তানের ছোট থেকে বড় হওয়া পর্যন্ত বহু মুহূর্তের ছবি ফ্রেমবন্দি করে লাগাতে পারেন।

অনেক সময় দেওয়ালে আপনার পছন্দের কোনও ছবি লাগিয়েও দেয়ালকে সাজিয়ে তুলতে পারেন।

আবার কাপড়ের উপরে হাতের কাজ কোনও নকশাকেও বাঁধিয়ে রেখে দিতে পারেন।

Skip to content