শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫

ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

কংক্রিটের শহরের মধ্যে এক চিলতে সবুজের খোঁজ জোগাবে সারাদিন মন ভালো রাখার অক্সিজেন। আপনার হয়তো খুব ইচ্ছে বাড়ির সামনে বা আশপাশে সবুজের সমারোহে ভরিয়ে দেওয়ার কিন্তু অসহায় মন বারবার পিছিয়ে যায় যথেষ্ট জায়গার অভাবে। তাই আপনার বাড়ির ভেতরেই বানান বারান্দা-বাগান। বাড়ির এই বারান্দা-বাগানই সকলের প্রশংসা কুড়োবে যদি আপনি তা সুন্দরভাবে সাজাতে পারেন। কীভাবে নজর কাড়বেন সবার তারই কিছু টিপস:

বাগানের পরিকল্পনা: প্রথমেই ঠিক করুন কী ধরনের গাছ আপনি লাগাতে চান। বারান্দা রৌদ্রোজ্জ্বল নাকি ছায়াময়, তার আকার ও আয়তন কীরকম।

উত্তরমুখী বারান্দা: উত্তরমুখী বারান্দা সাধারণত সারাদিন ছায়াতেই থাকে। তাই ছায়াতে বেড়ে ওঠা গাছ বাছাই করতে হবে। সেক্ষেত্রে লাগাতে পারেন বিভিন্ন পাতাবাহার গাছ যেমন এরিকা পাম, স্নেক প্লান্ট, স্পাইডার প্লান্ট, চাইনিজ এভারগ্রিন, আইভিলতা, মানিপ্লান্ট ইত্যাদি।

দক্ষিণের বারান্দা: দক্ষিণের বারান্দায় সব সময় রোদ থাকায় গাছ বাছাই করতে হবে সেইভাবে। যাতে ঘরোয়া পরিবেশের রোদের মধ্যে ভালোভাবে গাছ বেড়ে ওঠে। এখানে লাগাতে পারেন যে কোনও হাইব্রিড ফলের গাছ যেমন পেয়ারা, লেবু, আম ইত্যাদি। ফুলের মধ্যে জুঁই, অর্কিড, টগর, বেলি, দোলনচাঁপা ইত্যাদি।

পূর্ব-পশ্চিমমুখী বারান্দা: পূর্ব-পশ্চিমমুখী বারান্দায় অনেক রকমের গাছপালা ভালো জন্মায়৷ যেমন কিছু শাকসবজি, ফল, ফুল ইত্যাদি।

উল্লম্ব বরাবর বারান্দা-বাগান: উল্লম্ব বরাবর বাগান করলে অনেকটাই খালি জায়গা পাওয়া যাবে। যাতে আপনি অনেক রকমের গাছ রাখতে পারবেন।

গাছের পট বা পাত্র নির্বাচন: বারান্দায় যদি বাগান হয় তখন তা ভীষণ সুন্দর করে সাজানোর জন্য সঠিক পট বা পাত্র নির্বাচন খুব জরুরি। ফ্রি-স্ট্যান্ডিং পাত্র, সেরামিক প্লান্টার, মাটির রঙিন পাত্র ব্যবহার করতে পারেন। পর্যাপ্ত জল নিষ্কাশন করার জন্য পাত্রের নীচে যথেষ্ট গর্ত করে নিতে হবে।

Skip to content