আমাদের প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু কাঠের আসবাবপত্র আছে। আর কাঠের আসবাব থাকলে তার দিকে একটু বেশিই নজর দিতে হয় বইকি। কারণ, কাঠের আসবাব যত পুরনো হয়, ততই তা উজ্জ্বলতা হারাতে থাকে। তাছাড়া অনেক সময়ই দেখা যায় কাঠের তাতে ছত্রাকও পড়েছে। আসবাবে ছত্রাক পড়লে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই এই বিষয়ে নজর রাখাটা জরুরি। কী করা উচিত?
● দরজা বা জানালার সামনে আসবাব রাখবেন না। ঘরের এমন জায়গায় আসবাব রাখুন যাতে বৃষ্টির জল বা জলের ফোঁটা এগুলিতে না এসে পড়ে।
● কাঠের আসবাবে ছত্রাকের সমস্যা থেকে রেহাই দিতে পারে আসবাবে করতে পারেন বার্নিশ। কাঠের কাজ যাঁরা করেন, তাঁদের দিয়ে বছর এক বা দু’বার বার্নিশ করিয়ে নিন। বিশেষ করে বর্ষার আগে বার্নিশ করালে আসবাব ভালো থাকবে। এটা নিয়মিত করলে কাঠের আসবাব বহুদিন চলে যায়।
● আপনার বাড়ির কাঠের আসবাব কি মাটি ছুঁয়ে আছে? তা হলে সেখান থেকেও বাষ্প উপরে উঠে আসতে পারে। এক্ষেত্রে আসবাবের পায়াগুলির তলায় ধাতব কিছু রেখে দিন। দেখবেন এতে সমস্যা মিটে যাবে।
● আসবাবের উপর বর্ষাকালে বেশি ধুলো জমতে দেবেন না। ধুলো বাতাসের জলীয় বাষ্প টেনে আনে। তাই নিয়মিত কাঠের আসবাব পরিষ্কার করুন।
● আসবাবের উপরের ধুলো পরিষ্কার করতে ভিজে কাপড় একেবারেই ব্যবহার করবেন না। তা হলে ছত্রাক দূর তো হবেই না, উলটে সমস্যা আরও বাড়বে।
● বর্ষাকালে কাঠের আসবাবের পাল্লা আঁটোসাঁটো হয়ে গেলে তেল দেবেন না। তাতেও কাঠের ক্ষতি হয়। এই ধরনের সমস্যা দূর করতে স্প্রে মোম করুন।
● কাঠের আসবাব এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত রোদ আসে। সঙ্গে খেয়াল রাখবেন বৃষ্টির জল যেন কোনওভাবে কাঠের আসবাবের গায়ে না লাগে।
● কোনও কারণে কাঠের আসবাবে জল পড়লে, সঙ্গে সঙ্গে মুছে নিন। কাঠের আসবাবে জল থেকে গেলে ছত্রাক বেড়ে যায়।