শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

ফুল দিয়ে ঘর সাজাতে অনেকেই পছন্দ করেন। বিয়েবাড়ি হোক কিংবা জন্মদিন বা অ্যানিভার্সারি পার্টি, অথবা কোন সাধারণ দিন — ফুল ঘরের সৌন্দর্যে অন্য মাত্রা যোগ করবেই! এছাড়া বসার ঘরে বাহারি ফুলের গন্ধ ছড়িয়ে পড়লে মন্দ লাগে না। এতে ঘরের সৌন্দর্য বাড়ে এবং মনও ভালো থাকে। কিন্তু বাজার থেকে টাটকা ফুল কিনে আনলেও ফুলদানিতে রাখলেও তা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তবে কিছু নিয়ম মেনে চললে খুব সহজেই কয়েকদিন তাজা থাকবে সাধের ফুল।
বাজার থেকে কেনা ফুলের কাণ্ড বেশি ছোট করে কাটবেন না। কাণ্ড কাটার সময় ৪৫ ডিগ্রি কোণ করে কাটুন। খেয়াল রাখবেন ফুলের পুরো কাণ্ডটি যেন কোনওভাবেই জলের নীচে সম্পূর্ণ ডুবে না যায়। তাহলেই তাজা থাকবে আপনার ফুল।

যে ফুলদানিতে ফুল রাখবেন, তা যেন পরিষ্কার থাকে। ফুলদানির ভিতরে সাবান না লেগে থাকে, তাহলে ফুল তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।

ফুলদানির জন্য ফোটা ফুল নয়, কুঁড়ি বাছুন। ফোটা ফুলের তুলনায় কুঁড়ি বেশিদিন ফুলদানিতে তাজা থাকে।

ফুলদানির জলে সামান্য নুন মিশিয়ে সেই জলে ফুল রাখুন। আপনার সখের ফুলগুলো বেশিদিন সতেজ থাকবে।

ফুলদানিতে কাণ্ডের যে অংশটুকু জলে ডোবানো থাকবে, তাতে যেন কোনও পাতা না থাকে, সে দিকে নজর রাখুন।

ফুলদানিতে রাখা ফুলের উপর মাঝেমাঝেই জল স্প্রে করুন। এতে ফুল দেখতে তাজা লাগবে। সহজে নষ্টও হবে না।

ফুল তাজা রাখতে দু’টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনিগার, দু’চামচ চিনি ও হাফ চা চামচ ব্লিচ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফুলদানিতে ঢেলে দিন।

এমন জায়গায় ফুলদানি রাখার চেষ্টা করুন, যেখানে সূর্যের আলো পৌঁছয়। দেখবেন এতে অন্তত এক সপ্তাহ ফুল সতেজ থাকবে।

Skip to content