শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

ভারতের বিভিন্ন জায়গায় উন্নতমানের আসবাবপত্র ও গৃহসজ্জার দ্রব্যাদি সরবরাহের মাধ্যমে পেপারফ্রি এতদিন তাদের অক্লান্ত পরিষেবা দিয়ে এসেছে আপনার সাধের বাড়িটিকে মনের মতো করে সাজিয়ে তোলার জন্য। আর এবার তারা হাজির হতে চলেছে বাংলার প্রতিটি কোণে কোণে। হুগলি এবং কলকাতায় পেপারফ্রি তাদের দুটি স্টুডিও গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। পেপারফ্রি হল ভারতের এমন এক আসবাবপত্র ও গৃহসজ্জার দ্রব্য প্রস্তুতকারী সংস্থা যারা মূলত অফলাইন পরিষেবার মাধ্যমেই তাদের কর্মক্ষমতা বজায় রাখতে চান। পেপারফ্রি তাদের অফলাইন পরিষেবার দ্বারা সরবরাহ দ্রব্যাদির জন্য পূর্বাপেক্ষা আরও উন্নত বাজারমূল্য নির্ধারণ করতে আগ্রহী, আর সেই কারণে তারা বেছে নিয়েছে পশ্চিমবঙ্গকে।
হুগলির স্টুডিওটি নিবেদিতা রিটেলে ও পেপারফ্রির যৌথ অংশীদারিত্বে উত্তরপাড়ার জিটি রোডে, ৭৫০ বর্গফুট এলাকা নিয়ে এই স্টুডিওটি নির্মাণ করা হয়েছে। পাশাপাশি কলকাতার স্টুডিওটি হেরিটেজ লাইটস এন মোর প্রাইভেট লিমিটেডের এবং পেপারফ্রির যৌথ অংশীদারিত্বে পার্ক স্ট্রিটে, ১৫০০ বর্গফুট এলাকাজুড়ে নির্মাণ করা হয়েছে। ২০১৪ সালে পেপারফ্রি তাদের যাত্রা আরম্ভ করেছিল, আর ২০২১ সালে জুন মাসে পেপারফ্রি বছরে ২০০টিরও বেশি স্টুডিও প্রতিষ্ঠা করার উদ্দেশ্য পেপারফ্রি অ্যাক্সিলারেটর প্রোগ্রাম চালু করেছে। এই প্রোগ্রামটির উদ্দেশ্য হল বছরের বাকি দিনগুলোকে একজন করে উদ্যোক্তাকে যুক্ত করার মাধ্যমে পেপারফ্রির যাত্রাকে আরও ত্বরান্বিত করা। কলকাতা এবং হুগলিতে স্টুডিও নির্মাণ প্রকল্প সম্পর্ক কথা বলতে গিয়ে পেপারফ্রির বিজনেস হেড অমৃতা গুপ্তা বলেন, ‘আমরা যথাক্রমে নিবেদিতা রিটেল এবং হেরিটেজ লাইটস এন মোর প্রাইভেট লিমিটেডের সঙ্গে যৌথ অংশীদারিত্বে, হুগলিতে আমাদের প্রথম স্টুডিও এবং কলকাতায় তৃতীয় স্টুডিও চালু করেছি। এই উদ্যোগের মাধ্যমে পেপারফ্রির যাত্রাকে আরও এগিয়ে নিয়ে যেতে পেরে যারপরনাই আনন্দিত। আমাদের লক্ষ্য হল প্রতিটি গ্রাহকের কাছে যতটা সম্ভব তাদের পছন্দ অনুযায়ী বৈচিত্রপূর্ণ এবং অবশ্যই উন্নতমানের দ্রব্য পৌঁছে দেওয়া। এইভাবে, বর্তমান সময়ে যেখানে ব্যক্তিরা তাঁদের বাড়ির পরিবেশের প্রতি আরও সচেতন হয়ে উঠছেন এবং বাড়ির সৌন্দর্য নিয়ে ভাবছেন, সেখানে আমাদের বিশ্বাস, আমাদের স্টুডিওগুলি একটি আদর্শ বাড়ি তৈরি করতে গ্রাহকদের সমস্ত দিক থেকে সাহায্য করবে।’

Skip to content