সুন্দরভাবে নিজের ঘরকে সাজাতে পারেন আপনি টেবিলল্যাম্পের সাহচর্যে। ঘর সাজানোর জন্য বিভিন্ন আসবাবপত্র থেকে শুরু করে অত্যাধুনিক রং প্রয়োগের কথা তো আপনারা শুনেইছেন। কিন্তু টেবিলল্যাম্পের মাধুর্যও বাড়িয়ে তুলতে পারে আপনার ঘরের সৌন্দর্য।
রাখার জায়গার সঙ্গে সাদৃশ্য রেখে টেবিলল্যাম্প কিনুন
আপনি যদি আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য টেবিলল্যাম্প কিনতে চান তাহলে আপনাকে ল্যাম্পের নকশার দিকে বিশেষ নজর দিতে হবে। বসার ঘর বা ড্রয়িং রুম হল বৈচিত্রপূর্ণ ল্যাম্পশেড রাখার উপযুক্ত স্থান। ড্রয়িং রুমের কোনও একটি কোণে আসবাবপত্রের সঙ্গে মানানসই করে আপনি এই ল্যাম্প রাখতে পারেন, যা ঘরে আসা অতিথির মন জয় করবে। টেবিলের উপর যদি ল্যাম্প রাখতে চান তাহলে বড় কোনও ল্যাম্প না কিনে ছোট ল্যাম্প কিনবেন। মেঝেতে ল্যাম্প রাখতে চাইলে কিনবেন লম্বা স্ট্যান্ডের ল্যাম্প। যাঁরা রাতে পড়াশোনা করেন তাঁরা সৌন্দর্যের সঙ্গে সঙ্গে যাতে পর্যাপ্ত আলো হয় সেদিকেও লক্ষ রাখবেন।
শোবার ঘরে টেবিলল্যাম্প রাখতে চাইলে এমন জায়গায় রাখতে হবে আপনি যেন হাত বাড়ালেই তার নাগাল পান এবং খাট অনুযায়ী এমন মানানসই ল্যাম্পই কিনবেন। ডাইনিং টেবিলে রাখতে পারেন আপনি এই ল্যাম্প। যদি টেবিলটি বড় হয় সেক্ষেত্রে টেবিলের দুই পাশে দুটি ল্যাম্প রাখা যেতে পারে। বাড়ির বারান্দায় রাখতে পারেন এই ল্যাম্প। এছাড়াও এই ল্যাম্প রাখতে পারেন শ্যু কেবিনেটের উপর। কাজেই যখন কিনবেন তখন অবশ্যই ভাববেন কোন জায়গার সৌন্দর্য বৃদ্ধির জন্য কীরকম ল্যাম্প কেনা উচিত।
আপনি যদি আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য টেবিলল্যাম্প কিনতে চান তাহলে আপনাকে ল্যাম্পের নকশার দিকে বিশেষ নজর দিতে হবে। বসার ঘর বা ড্রয়িং রুম হল বৈচিত্রপূর্ণ ল্যাম্পশেড রাখার উপযুক্ত স্থান। ড্রয়িং রুমের কোনও একটি কোণে আসবাবপত্রের সঙ্গে মানানসই করে আপনি এই ল্যাম্প রাখতে পারেন, যা ঘরে আসা অতিথির মন জয় করবে। টেবিলের উপর যদি ল্যাম্প রাখতে চান তাহলে বড় কোনও ল্যাম্প না কিনে ছোট ল্যাম্প কিনবেন। মেঝেতে ল্যাম্প রাখতে চাইলে কিনবেন লম্বা স্ট্যান্ডের ল্যাম্প। যাঁরা রাতে পড়াশোনা করেন তাঁরা সৌন্দর্যের সঙ্গে সঙ্গে যাতে পর্যাপ্ত আলো হয় সেদিকেও লক্ষ রাখবেন।
শোবার ঘরে টেবিলল্যাম্প রাখতে চাইলে এমন জায়গায় রাখতে হবে আপনি যেন হাত বাড়ালেই তার নাগাল পান এবং খাট অনুযায়ী এমন মানানসই ল্যাম্পই কিনবেন। ডাইনিং টেবিলে রাখতে পারেন আপনি এই ল্যাম্প। যদি টেবিলটি বড় হয় সেক্ষেত্রে টেবিলের দুই পাশে দুটি ল্যাম্প রাখা যেতে পারে। বাড়ির বারান্দায় রাখতে পারেন এই ল্যাম্প। এছাড়াও এই ল্যাম্প রাখতে পারেন শ্যু কেবিনেটের উপর। কাজেই যখন কিনবেন তখন অবশ্যই ভাববেন কোন জায়গার সৌন্দর্য বৃদ্ধির জন্য কীরকম ল্যাম্প কেনা উচিত।