রবিবার ১০ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

নিজেকে সুন্দর রাখার সঙ্গে সঙ্গে ফ্ল্যাট-বাড়ির সৌন্দর্যতা বজায় রাখাও খুব জরুরি। নিজের বাড়ি সবার কাছেই খুব প্রিয় জায়গা। সারাদিনের ক্লান্তি মেটাতে আমরা সবাই আশ্রয় নিই নিজ গৃহে। পাখিরা যেমন নীড়ে ফিরে, তেমনি ভাবে আমরাও ফিরে যাই আপন আলয়ে। তাই আমাদের সাধ্যের মধ্যে যতটা সম্ভব ফ্ল্যাট-বাড়িরকে সুন্দরভাবে সাজিয়ে রাখা উচিত। এমনভাবে সাজাতে হবে যাতে সারাদিনের কর্মব্যস্ততা পর ক্লান্ত শরীরে ঘরে ঢুকলেই মনটা আনন্দে ভরে যায়। তাই আজ রইল সুন্দর গৃহসজ্জার কিছু সহজ উপায়।
 

রং নির্বাচন

গৃহসজ্জার ক্ষেত্রে ঘরের রং নির্বাচন করা খুব গুরুত্বপূর্ণ। প্রথমে আপনাকে দেখতে হবে, ঘরের আসবাবপত্রের সঙ্গে কোন রংটি বেশি মানানসই। সেই হিসাবে রং নির্বাচন করতে হবে। যদি আপনার আসবাবপত্র কাঠের হয়, তাহলে সাদা অথবা হালকা কোনও রং করাতে পারেন। আর যদি ঘরে ধাতব আসবাবপত্র বেশি থাকে তাহলে উজ্জ্বল রং করুন। এছাড়াও আপনি চাইলে ঘরের এক একটি দেওয়াল আলাদা আলাদা রং করার সিদ্ধান্ত নিতে পারেন। এতে ঘরের সৌন্দর্যতা অনেকখানি বৃদ্ধি পায়।
 

বারান্দা

বারান্দায় ছোটখাট একটা বাগানও তৈরি করতে পারেন। সেই বারান্দায় রংবেরঙের টবে রকমারি গাছ থাকবে। এর পাশাপাশি অবসরে চা-কফি পানের জন্য সুন্দর দেখতে একটা টি-টেবিলও সেট করে নিতে পারেন।
 

সোফা

সোফা ঘরের সৌন্দর্যতা বাড়ায়। তা বলে অনেক দামী সোফা দিয়ে ঘর সাজাতে হবে এমন নয়। অল্প খরচে অনেক সুন্দর বেতের সোফা কিনতে পাওয়া যায়। আপনি যদি ফ্লোরিং পছন্দ না করেন তবে বাঁশ কিংবা বেতের সোফা দিয়েও ঘর সাজাতে পারেন।
 

আয়না

আয়না ঘরের সৌন্দর্যতা বৃদ্ধির অন্যতম উপকরণ। দেয়ালজোড়া আয়না যেমন ঘরের আকার বড় দেখাতে ও আলোকিত করতে সাহায্য করে, তেমন আকর্ষণীয় ফ্রেমের ও ডিজাইনের আয়না ঘরের শোভা বাড়ায়।
 

ফটো ফ্রেম

আপনার ঘরের একটা দেওয়াল সুন্দর করে প্রিয়জনদের ছবিতে সাজিয়ে নিতে পারেন। এতে ঘরের চেহারা যেমন বদলাবে, তেমনই চোখের সামনে প্রিয় স্মৃতিগুলো সব সময়ের ধরা দেবে।
 

ওয়াল হ্যাঙ্গিং

হাতের তৈরি ওয়াল হ্যাঙ্গিং অথবা পেন্টিং দিয়ে সাজিয়ে ফেলতে পারেন ঘর। নিজের হাতে ঘরোয়া উপকরণ দিয়েও ওয়াল হ্যাঙ্গিং তৈরি করতে পারেন। আবার নানা রকম নকশা করে দেওয়ালে পেন্টিংও করাতে পারেন।
 

বাতিল জিনিসের ব্যবহার

ঘরে নতুনত্ব আনতে ব্যববার করতে পারেন বাতিল জিনিসপত্র। অনলাইনে ভিডিও দেখে বাতিল জিনিস দিয়েও বানিয়ে ফেলতে পারেন সুন্দর সব শোপিস।
ঘর সাজানোর ক্ষেত্রে একটু বুদ্ধি আর সৃজনশীলতা অনেক সময় আপনার ব্যক্তিত্বের পরিপূরক হয়ে উঠতে পারে।

সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে


Skip to content