সোমবার ২৪ মার্চ, ২০২৫


আমরা প্রায় সকলেই চাই নিজের বাড়ি কিংবা ছোট্ট ফ্ল্যাটকে বিভিন্ন উপকরণের সাহায্যে সাজিয়ে গুছিয়ে তুলতে। কেউবা চান বিভিন্ন ধরনের উপকরণ সামগ্রী দিয়ে বাড়ি সাজাতে আবার কেউ চান বাহারি গাছের সম্ভার দিয়ে সুন্দর এবং পরিসীলিত ভাবে বসার ঘর থেকে শোবার ঘর সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে তুলতে। কিন্তু আপনার বসার ঘরের জন্য মানি প্ল্যান্ট, জেড প্ল্যান্ট, পিস লিলি না কি অ্যাগলোনিমা কোন গাছ বেছে নেবেন।
এক্ষেত্রে মানি প্ল্যান্ট বা জেড প্ল্যান্ট নিয়ে অসুবিধা নেই। কিন্তু বুঝতে পারছেন না সাদা ফুলের পিস লিলি গাছ রাখলে সৌন্দর্য বাড়বে বাহারি পাতার অ্যাগলোনিমা ঘরের শ্রীবৃদ্ধি ঘটাবে। কিন্তু এইসব গাছের রক্ষণাবেক্ষণ সম্বন্ধে আপনার সঠিক কোনও ধারণা না থাকলে বরং আগে ভালো করে জেনে নিনপিস এবং অ্যাগলোনিমা কোনটির জন্য কতটা যত্ন, কীরকম পরিবেশ লাগে। তারপর ভেবে দেখতে পারেন কোনটি আপনার পক্ষে কেনা উপযুক্ত হবে?
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১০১: সরষের মধ্যে ভূত

গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-১৯: আপনামাঝে শক্তি ধরো নিজেরে করো জয়

 

কী কী বিষয় মাথায় রাখবেন?

 

জল

পিস লিলি এবং অ্যাগলোনিমা দুই ক্ষেত্রে টবের মাটির জল নিষ্কাশন ব্যবস্থা ভালো হওয়া দরকার। তবে পিস লিলি গাছের গোড়ায় জল জমা ক্ষতিকর হলেও মাটিতে আর্দ্র ভাব থাকা প্রয়োজন। শুকনো মাটি এই গাছের পক্ষে একদমই উপযুক্ত নয়। অ্যাগলোনিমার মাটি তুলনায় বেশি শুষ্ক হলেও চট করে গাছের ক্ষতি হয় না।

আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১১০: মানুষের পাশে, মানুষের কাছে

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-১৪: ‘…জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়’, লরেন্স ও ফ্রিডা/২

 

পোকামাকড়

পিসি লিলির চেয়ে অ্যাগলোনিমা পোকামাকড়ের আক্রমণ প্রতিহত করতে বেশি সক্ষম।
 

সংবেদনশীল

হঠাৎ করে গরম কিংবা ঠান্ডা পড়ে গেলে পিস লিলির পক্ষে তা সহ্য করা একটু কষ্টকর হয়ে পড়ে। কারণ এই গাছটি একটু বেশি সংবেদনশীল। তবে অ্যাগলোনিমা হঠাৎ পরিবর্তনশীল আবহাওয়ার সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারে।

আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৮৬: সুন্দরবনের পাখি — কুবো

যে গান যায়নি ভোলা— প্রাক জন্মদিনে তাঁর প্রতি বিশেষ শ্রদ্ধার্ঘ্য…/১

 

বাড়-বৃদ্ধি

যথাযথ পরিবেশে পিস লিলি বেড়ে ওঠার সুযোগ পেলে ফুল ধরে। গাঢ় সবুজ পাতার সঙ্গে সাদা, হলুদ ফুলের মিশ্রণ দেখতে খুব সুন্দর লাগে। তবে অ্যাগলোনিমার রংবেরঙের ফুল না থাকলেও এর সৌন্দর্য পাতায়। গোলাপি, সাদা বা হলদেটে সবুজ বাহারি পাতাই এর প্রধান বৈশিষ্ট্য। এতে ফুল হয় না তা নয়, তবে তা সহজে ফোটে না।

আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১০১: অর্জুন প্রমাণ করলেন, রাজধর্ম পালনের ক্ষেত্রে মিথ্যাচারের কোনও স্থান নেই

হ্যালো বাবু!, পর্ব-৬৭: গুগলি/২

 

আলো

পিস লিলির জন্য সরাসরি সূর্যালোক প্রয়োজন হয় না। জানলার পাশে রাখলেও এই গাছ দিব্যি বেড়ে ওঠে। আবার, অ্যাগলোনিমা গাছের ক্ষেত্রে স্বল্প সূর্যালোক প্রয়োজন।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content