
ছবি: প্রতীকী। সংগৃহীত।
সম্প্রতি গবেষকরা সামাজিক বিচ্ছিন্নতা বিষয়ে ইঁদুরের উপর গবেষণা চালিয়ে দেখেছেন, সামাজিক বিচ্ছিন্নতা পুরুষ ইঁদুরের হাড়ের ক্ষয়ের সঙ্গে সম্পর্কিত কিন্তু স্ত্রী ইঁদুরের সঙ্গে ততটা নয়। এই গবেষণার অংশ হিসাবে গবেষকেরা অন্বেষণ করেছেন, কীভাবে সামাজিক বিচ্ছিন্নতা পুরুষ এবং মহিলা ইঁদুরের হাড়ের স্বাস্থ্যকে প্রভাবিত করে। আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত এন্ডোক্রাইন সোসাইটির বার্ষিক সভা, ‘ইএনডিও-২০২৩’-এই বিষয়টি স্থান পায়। তবে এই গবেষণা কীভাবে সামাজিক বিচ্ছিনতা হাড়ের স্বাস্থ্যের ক্ষতি করে, তা পরিষ্কার করে ব্যা খ্যাষ করতে পারেনি।
ইউটিহেলথ হিউস্টনের ম্যাকগভর্ন মেডিকেল স্কুলের জেরিয়াট্রিক্সের সহকারী অধ্যাপক ডাঃ নাহিদ রিয়ানন এই গবেষণার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না। যদিও তিনি গবেষণালব্ধ ফলাফলগুলি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। তাঁর কথায়, “এই গবেষণাটি প্রাণীদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অনুসন্ধান৷ মানুষের মধ্যে, বিশেষ করে বয়স্ক ও প্রাপ্তবয়স্কদের মধ্যে যাঁরা প্রায়শই সামাজিক ভাবে বিচ্ছিন্নতায় ভোগেন, তাঁদের ক্ষেত্রে এই গবেষণার ফলাফলগুলি সতর্ক থাকার ক্ষেত্রে সাহায্য করবে। সেই সঙ্গে তাঁদের হাড়ের খয়ের ঝুঁকি রয়েছে কিনা সেটি বুঝতেও কাজে আসবে।” তিনি এও বলেন, বয়স্কদের যাঁদের হাড়ের স্বাস্থ্যের সমস্যা রয়েছে, তাঁদের শনাক্ত করে হাড় ভাঙ্গা বা ফ্র্যাকচার এবং অক্ষমতার মতো সমস্যার হাত থেকে প্রতিরোধ করতেও এই গবেষণার ফলাফল কাজে আসবে।
ডাঃ রেবেকা মাউন্টেন, মেইনহেলথ ইনস্টিটিউট ফর রিসার্চের সেন্টার ফর মলিকুলার মেডিসিনের পোস্টডক্টরাল ফেলো এবং এই গবেষণার একজন সহকারী ও প্রধান লেখক। তাঁর কাথায়, “সামাজিক বিচ্ছিন্নতা বৃদ্ধির দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের প্রভাবগুলির সঙ্গে লড়াই করার কারণে ফলাফলগুলির ক্লিনিকাল প্রভাবও হাড়ের ক্ষতির সঙ্গে যুক্ত থাকতে পারে৷ কোভিড-১৯ অতিমারি আমাদের গত দু’ বছরে বিচ্ছিন্নতা আরও বাড়িয়ে দিয়েছে। মানুষের মধ্যে সামাজিক বিচ্ছিন্নতার প্রভাব বোঝার জন্য ভবিষ্যতে আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন।”
গবেষণা পদ্ধতি
অন্য দিকে বেশ কিছু মানুষের উপর করা সমীক্ষায় দেখা গিয়েছে, বিচ্ছিন্ন মহিলারা হাড়ের ক্ষয় অনুভব করেননি। তবে হাড়ের রিসোর্পশন-সম্পর্কিত জিনের অভিব্যক্তি বৃদ্ধি পেয়েছে, যা দ্রুত হাড় ভাঙার এবং ফ্র্যাকচারের ঝুঁকি বাড়াতে পারে।

প্রসঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান: বেশির ভাগ সমাজমাধ্যম ব্যবহারকারী তরুণ প্রজন্মই এখন অবসাদের শিকার হচ্ছেন, বলছে সমীক্ষা

লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশন, পর্ব-৫: হিচককের লন্ডন, হিচককের সিরিয়াল কিলার
কী কারণে হাড়ের স্বাস্থ্য নষ্ট হয়?

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৩: সুন্দরবনে মানুষের আদি বসতি

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-২৭: মদ না খেলে ফ্যাটি লিভার হয় না?
পুরুষ এবং মহিলা ইঁদুরের মধ্যে প্রভাবের পার্থক্য

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-২১: আবার কালাদেও?
