ছবি: প্রতীকী। সংগৃহীত।
কিডনি সঠিক ভাবে কাজ করতে না পারলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো মারণ রোগেরও সম্মুখীন হতে হয়। নানান শারীরিক সমস্যার জন্য ক্রনিক কিডনি ডিজিস হতে পারে। তবে এর প্রধান দুটি কারণ হল উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস। এটা আশঙ্কা করা হচ্ছে যে, ২০৩০ সালের মধ্যে সমগ্ৰ পৃথিবীর তুলনায় ভারতীয়রা সবচেয়ে বেশি ডায়াবেটিসে আক্রান্ত হবেন। আর এর ফলস্বরূপ আমাদের কিডনির সমস্যাও ক্রমাগত বাড়তেই থাকবে।
কীভাবে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস কিডনির ক্ষতি করে?
ডায়াবেটিস ক্রনিক কিডনি ডিজিসের অন্যতম প্রধান কারণ। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর তথ্য অনুযায়ী প্রতি তিন জন ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির মধ্যে একজন এই ধরনের কিডনির সমস্যায় ভুগছেন।