শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

রাজ্য সরকার ডেঙ্গি নিয়ন্ত্রণে বড়সড় পদক্ষেপ করল। স্বাস্থ্য ভবন ডেঙ্গি মোকাবিলায় শুক্রবার পাঁচটি নজরদারি দল গঠন করেছে। এই দলগুলিতে বিশেষজ্ঞরাও থাকবেন। রাজ্যের যে সব শহর এবং জেলা হাসপাতালে ডেঙ্গি রোগীর সংখ্যা বেশি সেখানে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখবে ওই দলগুলি। সেই সঙ্গে বাড়তি নজর দেওয়া হবে হাওড়াতে।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এক জন চিকিৎসক, এক জন শিশুরোগ বিশেষজ্ঞ বা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং এক জন নার্সকে নিয়ে এই দল গড়া হচ্ছে। রাজ্যে এই মুহূর্তে যে বিশেষজ্ঞেরা ডেঙ্গি নিয়ন্ত্রণে কাজ করছেন, তাঁদের নিয়েও তিনটি দল গড়া হবে। একটি দল গড়া হবে মেডিক্যাল কলেজের শিক্ষকদের নিয়ে। আর পঞ্চম দলটি গড়া হবে মেডিক্যাল শিক্ষক এবং উত্তরবঙ্গের স্বাস্থ্য আধিকারিককে নিয়ে।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, পাঁচটি বিশেষজ্ঞ দল পাঁচটি জায়গায় বিশেষ পর্যবেক্ষণে থাকবে। কলকাতা মেডিক্যাল কলেজে থাকবে একটি দল। উত্তর ২৪ পরগনার হাসপাতালগুলির জন্য একটি, হাওড়া ও হুগলির হাসপাতালের জন্য একটি, মু্র্শিদাবাদ ও নদিয়ার জন্য একটি এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং শিলিগুড়ি হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য একটি দল থাকবে। হাওড়া ও হুগলি জেলার উপর বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। হাওড়া ও হুগলি যেখানে যেখানে ডেঙ্গি রোগীর সংখ্যা বেশি, সেই সব জায়গায় বিশেষ ক্লিনিক খোলা হয়েছে শুক্রবার থেকে।
আরও পড়ুন:

ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, শনিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

পর্দার আড়ালে, পর্ব-১৫: ‘সাগর সঙ্গমে’ ছবিতে ভারতী দেবী দাক্ষায়নীর চরিত্র করলে ছবি করতে দেবো না: প্রেমেন্দ্র মিত্র

রোগীর অবস্থার অবনতি হওয়ার আগেই যাতে দ্রুত চিকিৎসা শুরু করা যায়, তার জন্য রাজ্য স্বাস্থ্য দফতর ডেঙ্গি রোগীকে চিহ্নিতকরণে শিবিরও খোলারও সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম-এর কথায়, ‘‘স্বাস্থ্য দফতর ডেঙ্গি মোকাবিলায় রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের সঙ্গে সমন্বয় রাখে চলছে। এ বিষয়ে তাড়াতাড়ি সঠিক সিদ্ধান্ত নিতে নিয়মিত আলোচনা-বৈঠক করা হচ্ছে।’’
হাওড়ার ক্ষেত্রে যে সব হাসপাতালে ডেঙ্গি রোগী বেশি ভর্তি আছেন, সেই সব হাসপাতালে ২৪ ঘণ্টা প্লেটলেট পরীক্ষার ব্যবস্থা চালু রাখা হচ্ছে। সেই সঙ্গে আমজনতা সচেতন করতে প্রশাসন জোরদার কর্মসূচি নিয়েছে। মাইকে করে প্রচার করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই মণ্ডল জানিয়েছিলেন, ‘‘চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত হাওড়ায় ১,১৫১ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। চার জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গি নিয়ন্ত্রণে মশা দমনে ভেক্টর কন্ট্রোল টিম কাজ করে চলেছে। ডেঙ্গিকে প্রতিরোধে মানুষকে আরও সচেতন হতে হবে।’’

Skip to content