দেশের বিভিন্ন রাজ্যে ধীরে ধীরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। চতুর্থ ঢেউয়ের আশঙ্কা মাথাচাড়া দিচ্ছে। দৈনিক সংক্রমণের সংখ্যা দিল্লিতে ঊর্ধ্বমুখী। তুলনায় রাজ্যে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও গত ২৪ ঘণ্টায় সংখ্যাটি সামান্য বেড়েছে। কিছুটা সক্রিয় রোগীও সংখ্যাও বেড়েছে। রাজ্য স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলেছে, ৫২ জন গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে। দৈনিক পজিটিভিটি রেট ০.৪৩ শতাংশ। রিপোর্টে এও জানা গিয়েছে, রাজ্যে একদিনে ১৮ জন সুস্থ হয়েছেন। এই মুহূর্তে ৯৮.৯৩ শতাংশ সুস্থতার হার। ৩০৯ জন হোম আইসোলেশনে আছেন। আর এই মুহূর্তে ২৬ জন করোনা আক্রান্ত হাসপাতালে ভর্তি রয়েছেন।