শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী। সংগৃহীত।

ডায়াবিটিসের রোগী এখন ঘরে ঘরে। মূলত অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে আজকাল কমবয়সিদের মধ্যেও নিঃশব্দে হানা দিচ্ছে ডায়াবিটিস। পরে এই রোগের হাত ধরেই শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। আমাদের দেহে বাসা বাঁধে নানা রোগ।

সাধারণত রক্তপরীক্ষা না করালে বোঝা মুশকিল শরীরে ডায়াবিটিস বাসা বেঁধেছে কি না। যদিও চিকিৎসকদের কথায়, শরীরে কোনও রোগ হানা দিলে তার কিছু উপসর্গ দেহে ফুটে ওঠে। সে-কারণে রক্তপরীক্ষা করার আগেও সে-সব লক্ষণ দেখে সচেতন হওয়া সম্ভব। ডায়াবিটিসের ক্ষেত্রেও সে-রকম কিছু লক্ষণ আছে, জেগুলি দেখে বোঝা যায়। সেগুলি কী জানেন?
 

চোখ

আমাদের রক্তে কোনও কারণে শর্করার মাত্রা বৃদ্ধি পেলে আচমকা দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যেতে পারে। চিকিৎসকদের বক্তব্য, আসলে রক্তে শর্করার মাত্রা বাড়লে রেটিনার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে তা রক্তজালিকাগুলির ক্ষতি করে ফেলে। এর জেরে আমাদের দেখতে সমস্যা হয়। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে ‘ডায়াবেটিক রেটিনোপ্যাথি’ বলা হয়।

আরও পড়ুন:

শিশুকে সর্বদা সুস্থ রাখতে কী ভাবে? তাহাল এগুলি মেনে চলুন

অমর শিল্পী তুমি, পর্ব-২: কাজের আশায়, তারকা অশোককুমারের গাড়িতে নয়, লোকাল ট্রেনে-বাসে ঘুরে বেড়াতেন কিশোর

 

ত্বক

ডায়াবিটিস ত্বকেও ব্যাপক প্রভাব ফেলে। আপনার হাত, গলা, ঘাড়, পিঠের ত্বক কি তুলনায় অতিরিক্ত খসখসে হয়ে পড়েছে? বিশেষজ্ঞরা কিন্তু বলছেন, এই লক্ষণ কিন্তু রক্তে শর্করা বেড়ে যাওয়াই ইঙ্গিত। কোনও কোনও ক্ষেত্রে আবার ত্বকের উপরের স্তর স্বাভাবিকের থেকে একটু বেশি পুরু হয়ে যেতে পারে। এ ছাড়া ত্বকে র্যা শ, অ্যালার্জি অথবা ছোটখাটো চোট-আঘাতও বড় সমস্যা তৈরি করতে পারে ডায়াবিটিস আক্রান্তদের ক্ষেত্রে। এর থেকেও ত্বকে নানা রকম সংক্রমণ হতে পারে।

আরও পড়ুন:

ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-১১: দাদা অঙ্ক কী কঠিন!

মন্দিরময় উত্তরবঙ্গ, পর্ব-১: ভিতরকুঠি টেরাকোটা শিবমন্দির এক অনন্যসাধারণ কোচ স্থাপত্যশৈলীর উদাহরণ

 

পায়ের পাতা

আমরা অনেকেই জানি না, দেহে রক্তে শর্করার মাত্রা বাড়লে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় স্নায়ু। এর ফলে ব্যাহত হয় শরীরে রক্ত সঞ্চালন। সবচেয়ে বেশি প্রভাব পড়ে পায়ের নিম্নাংশে। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে ‘ডায়াবেটিক নিউরোপ্যাথি’ বলা হয়। পা, পায়ের পাতায় রক্ত সঞ্চালন ব্যাহত হলে প্রথম দিকে ঝিঁঝিঁ ধরে। সেখান থেকে আবার ধীরে ধীরে পা অবশ হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়।

আপনার রায়

ইসরোর চন্দ্রযান-৩ কি তৃতীয় বারের এই অভিযানে সাফল্যের স্বাদ পাবে?

Skip to content