ছবি: প্রতীকী। সংগৃহীত।
সাধারণত রক্তপরীক্ষা না করালে বোঝা মুশকিল শরীরে ডায়াবিটিস বাসা বেঁধেছে কি না। যদিও চিকিৎসকদের কথায়, শরীরে কোনও রোগ হানা দিলে তার কিছু উপসর্গ দেহে ফুটে ওঠে। সে-কারণে রক্তপরীক্ষা করার আগেও সে-সব লক্ষণ দেখে সচেতন হওয়া সম্ভব। ডায়াবিটিসের ক্ষেত্রেও সে-রকম কিছু লক্ষণ আছে, জেগুলি দেখে বোঝা যায়। সেগুলি কী জানেন?