ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
নিঃসন্তান দম্পতিদের জন্য ভালো খবর। আর শুধু বেসরকারি সংস্থায় নয়, এবার থেকে সপ্তাহ দু’দিন এসএসকেএম হাসপাতালে কৃত্রিম প্রজনন (আইভিএফ) সংক্রান্ত সেরা চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। শুরু হচ্ছে চলতি সপ্তাহ থেকে। সপ্তাহের এই দু’ দিন আউটডোরে রোগী দেখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী চিকিৎসাও শুরু করা হবে। এই পরিষেবা দেওয়ার জন্য পিজি হাসপাতালে ‘সেন্টার অফ এক্সেলেন্স অফ রিপ্রোডাক্টিভ মেডিসিন ইন এসএসকেএমে’ নামে আলাদা একটি বিভাগ তৈরি করা হয়েছে। উচ্চমানের কৃত্রিম প্রজনন (আইভিএফ) চিকিৎসা পরিষেবা দিতে তৈরি করা হয়েছে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি। রাজ্যের নাগরিকরা নিখরচায় এই কৃত্রিম প্রজনন (আইভিএফ) সংক্রান্ত চিকিৎসা পরিষেবা পাবেন বলে জানা গিয়েছে।